Sabarmati Express Derailed (Photo Credits: ANI)

Uttar Pradesh Train Derailed: ফের দুর্ঘটনার কবলে এক্সপ্রেস ট্রেন। ১,৩০০ যাত্রী নিয়ে লাইনচ্যুত হল সবরমতি এক্সপ্রেস (Sabarmati Express Derailed)। শনিবার রাত আড়াইতে নাগাদ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সবরমতি এক্সপ্রেসের পরপর ২০টি কামরা লাইনচ্যুত হয় বলে খবর। ঝাঁসি যাওয়ার পথে কানপুর এবং ভীমসেন স্টেশনের মাঝে বেলাইন হয় যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনটি। তবে এত বড় ট্রেন দুর্ঘটনায় কোন প্রাণহানি হয়নি সেটাই রক্ষে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় পুলিশ, দমকল এবং অ্যাম্বুলেন্স। আসেন রেল আধিকারিকেরাও। কোন হতাহত হয়নি বলেই নিশ্চিত করেছে পুলিশ। সবরমতি এক্সপ্রেসের পরপর ২০টি বগি লাইনচ্যুত হওয়ার ফলে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

এক পুলিশ কর্তা জানাচ্ছেন, রেল দুর্ঘটনার ফলে দুই স্টেশনের মাঝ আটকে পড়া যাত্রীদের উদ্ধারের জন্যে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বাস। বাসে করে যাত্রীদের কানপুর পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে তাঁদের জন্যে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে।

দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো...

উত্তর সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে, 19168 সবরমতি এক্সপ্রেস (Sabarmati Express) ট্রেনটি বারাণসী জংশন এবং আহমেদাবাদের মধ্যে চলাচল করে। এদিন রেললাইনে একটি বোল্ডার ছিল। তাতেই সজোরে ধাক্কা লাগে ইঙ্গিনের। ক্ষতিগ্রস্ত হয় ইঞ্জিন। যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানালেন চালক।