নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প (Photo: File)

নয়া দিল্লি, ১৬ সেপ্টেম্বর: US President Donald Trump to Join PM Narendra Modi at ‘Howdy, Modi!’: সম্পর্কের তিক্ততা কাটিয়ে আবার একসঙ্গে দেখা যাবে নমো- ট্রাম্পকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) যোগ দিতে চলেছেন হাউজটোনে (Houseton) আয়োজিত এক অনুষ্ঠানে। ভারত -মার্কিন সম্পর্ক আরও জোরালো করতে আয়োজন করা হয়েছে এক মেগা ইভেন্টের (Mega event)। আমেরিকার হোয়াইট হাউজ সূত্রে জানানো হয়েছে, রবিবার ২২ সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে 'হাউডি! মোদি' (Howdy, Modi!) মেগা ইভেন্ট। এতে উপস্থিত থাকবেন দু' দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট নরেন্দ্র মোদি, ডোনাল্ড ট্রাম্প। এতে দু' দেশের সম্পর্ক মজবুত হবে বলে ধারণা করা হচ্ছে।

এই মেগা ইভেন্ট মূলত আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের জন্য আয়োজন করা হয়েছে। যেখানে প্রায় ৫০, ০০০ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। জি ২০ (G 20) ও জি ৭ (G- 7)-র পর সময়ের ছোট্ট ব্যবধানে তৃতীয়বার সামনাসামনি হতে চলেছেন এই দুই শাসক। 'Howdy ' বা 'How do you do?' মানে কেমন আছো। এই মেগা ইভেন্টের ''Howdy, Modi! Shared Dreams, Bright Futures" আয়োজিত হবে এনআরজি স্টেডিয়ামে।আরও পড়ুন, ভারতের সঙ্গে প্রথাগত যুদ্ধে হেরে যেতে পারে পাকিস্তান, স্বীকার করেও ইমরান খানের পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি

 

এই মেগা ইভেন্ট প্রসঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রীঙ্লা বলেছেন, 'এই ইভেন্টটি একটি ইতিহাস রচনা করতে চলেছে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুধুমাত্র দু' দেশের নেতার নৈকট্য বাড়বে এমন নয়। বন্ধুত্ব ও ব্যক্তিগত সম্পর্কও অনেক উন্নত হবে, যা আমাদের দেশের পক্ষে একটা ইতিবাচক সম্পর্ক গড়ে তুলবে।'

মার্কিনী হোয়াইট হাউস (White House) তরফ থেকে জানানো হয়েছে, এই মেগা ইভেন্টের ফলে ভারত- মার্কিন সম্পর্ক অনেক জোরালো হবে। এর প্রভাব পড়বে বাণিজ্যিক সাফল্যেও। এই ইভেন্টটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় সাক্ষাৎ। এর আগে নিউ ইয়র্কে ম্যাডিসন স্কোয়ারে ২০১৪ সালে ও সিলিকন ভ্যালিতে ২০১৬ সালে ইভেন্ট আয়োজিত হয়েছিল।