Donald Trump: আরও একবার নরেন্দ্র মোদীর সরকারকে বড় অস্বস্তিতে ফেললেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় বসে ট্রাম্প ঘোষণা করে দিলেন, ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না। ভারত-পাক যুদ্ধবিরতি ঘোষণার ঢঙেই রাশিয়ার তেল (Russia Oil) নিয়ে ঘোষণার ঢঙেই এমন কথা বললেন ট্রাম্প। যদিও এখনও এই বিষয়ে নয়া দিল্লির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ট্রাম্প এমন সময় এই দাবি করলেন যখন শোনা যাচ্ছে শুল্ক কমানো, দুই দেশের বাণিজ্য বাড়ানোর জন্য ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসছে নয়া দিল্লি। এমনও খবর প্রকাশিত হয়েছে, এবার ভারতের ওপর আরোপিত শুল্ক কমিয়ে দেবেন ট্রাম্প। রাশিয়ার থেকে তেল কেনা নিয়েই ভারতের ওপর যত রাগ ট্রাম্পের। এই কারণে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্কও আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এত কিছুর পরেও প্রধানমন্ত্রী মোদী যতই ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন, ভারত কিন্তু রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি।
রাশিয়া থেকেই তেল কেনে বলে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুক্তি হল, এই যে পুতিনের দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে সেই টাকাটাই আসছে তাদের তেল বিক্রি করে। আর সেই রাশিয়ান তেলের সিংহভাগই কেনে ভারত। তাই ভারতকে তেল কেনা বন্ধ করতে হবে। ভারত যদিও ট্রাম্পের চাপ বারবার অস্বীকার করে, নিজেদের সুবিধা অনুযায়ী রাশিয়া থেকেই তেল কিনছে।
দেখুন কী বললেন প্রেসিডেন্ট ট্রাম্প
US President Donald Trump says, "India will no longer buy oil from Russia."#US #India #Russia #Russianoil #ITVideo | @Aishpaliwal | @DcWalaDesi pic.twitter.com/4Av6bYgRWA
— IndiaToday (@IndiaToday) October 18, 2025
ভারতের তেলের ৪০ শতাংশই আসে রাশিয়া থেকে
ভারতের সবচেয়ে বেশি কাঁচা তেল (crude oil) আমদানি রাশিয়া থেকেই হয়। রাশিয়া ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশ হিসেবে রয়েছে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে রাশিয়ার থেকে উল্লেখযোগ্য পরিমাণে কাঁচা তেল (ক্রুড অয়েল)কেনে। ২০২২ সালের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে এই আমদানি বেড়েছে, কারণ রাশিয়া অপেক্ষাকৃত কম দামে তেল বিক্রি করে। প্রসঙ্গত, ভারতের তেল আমদানির ৪০ শতাংশই আসে রাশিয়া থেকে। চলতি বছর জানুয়ারি থেকে জুনের মধ্যে হিসাব অনুযায়ী পুতিনের দেশ থেকে প্রতিদিন ১.৭৫ মিলিয়ন ব্যারেল কাঁচা তেল কিনেছে ভারত।