নয়াদিল্লিঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শুল্কনীতির প্রভাবে তলানিতে ঠেকেছিল ভারত-আমেরিকা সম্পর্ক। ধীরে ধীরে মার্কিন প্রেসিডেন্টের সুর নরম হতেই ক্রমে বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ। এরই মাঝে ছয় দিনের জন্য ভারত সফরে এসেছেন আমেরিকার কূটনীতিক সার্জিও গর(Sergio Gor)। শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তিনি। সেই সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বিদেশ সচিব বিক্রম মিসরির সঙ্গেও বৈঠক সারেন তিনি। এদিন বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া একটি বিশেষ উপহার মোদীর হাতে তুলে দেন সার্জিও। ট্রাম্পের সঙ্গে মোদীর একটি ছবি উপহার দেওয়া হয়। সেই ছবির উপর লেখা, "প্রাইম মিনিস্টার ইউ আর গ্রেট।" এদিন সার্জিও বলেন, "ডোনাল্ড ট্রাম্প মোদীকে একজন মহান ব্যক্তি ও ভাল বন্ধু বলে মনে করেন।" এদিনের বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি ও খনিজ সম্পদ নিয়ে কথা হয়েছে বলে সূত্রের খবর। এদিন সার্জিও-র সঙ্গে একটি ছবি শেয়ার করে এক্স হ্যান্ডলে মোদী লেখেন, "আমেরিকান কূটনীতিকের সঙ্গে বৈঠকে আমি ভীষণ খুশি। আমি আশাবাদী ভারত-মার্কিন আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।"
'ইউ আর গ্রেট' আমেরিকান কূটনীতিকের হাত দিয়ে মোদীকে বিশেষ উপহার ট্রাম্পের
In an effort to repair ties and fast-track the India-U.S. trade agreement, U.S. Ambassador-designate to India and President Donald Trump’s special envoy for South and Central Asian Affairs Sergio Gor arrived in Delhi and met with Prime Minister Narendra Modi.
✍️@suhasinih… pic.twitter.com/k02cG5HvPY
— The Hindu (@the_hindu) October 12, 2025