UPI New Rules: টাকা লেনদেনের ক্ষেত্রে বর্তমানে ইউপিআই (UPI) একটা বড় ভরসার জায়গা হয়ে উঠেছে। স্মার্টফোনের সাহায্যে যে কেউ, যে কোন সময়ে, যে কোন জায়গায় টাকা পেমেন্ট করতে পারছেন। নগদ টাকার ব্যবহার দিন দিন কমছে। ব্যবহারকারীদের চাহিদা পূরণের জন্যে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) আরও একগুচ্ছ নতুন নিয়মাবলী এনেছে। যার ফলে ব্যবহারকারীরা অতি সহজেই নিজেদের টাকা লেনদেন করতে পারবেন।
অনলাইন লেনদেন আরও সহজ এবং মসৃণ করার পাশাপাশি ব্যবহারকারীরা যাতে সাইবার অপরাধের শিকার না হন, সেই বিষয়টার উপর জোর দিয়ে এই নয়া নিয়মাবলী এনেছে এনপিসিআই। এই নিয়মগুো মূলত লেনদেন প্রক্রিয়ার নিরাপত্তা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য আনা হয়েছে। কিছু নিয়ম ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। আর কিছু নিয়ম আগস্ট থেকে চালু হবে।
UPI লেনদেনে নতুন নিয়মঃ
- বর্তমানে ফোন পে, গুগল পে, পেটিএম-এর মতো অ্যাপে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার কোনও নির্দিষ্ট সীমা নেই। কিন্তু ১ আগস্ট থেকে তা সীমাবদ্ধ করা হচ্ছে। দৈনিক ৫০ বারের বেশি আর অ্যাপে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করা যাবে না।
- যদি কোন UPI লেনদেন ব্যর্থ হয় এবং সেই টাকার অঙ্ক কেটে নেওয়া হয়, তাহলে ব্যবহারকারী তৎক্ষণাৎ তাঁর অ্যাকাউন্টে সেই টাকা ফেরত পাবেন।
- যে সকল মোবাইল নম্বর দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় রয়েছে, সেই নম্বরগুলোর সঙ্গে যুক্ত UPI আইডিগুলো নিষ্ক্রিয় করা হবে। এর ফলে ব্যবহারকারীর UPI আইডি আরও নিরাপদ থাকবে।
- ওটিটি সাবস্ক্রিপশন, বিনিয়োগের মতো অটো ডেবিট লেনদেন এখন থেকে অফ-পিক সময়ে হবে। অর্থাৎ সকাল ১০টার আগে, দুপুর ১টা থেকে ৫টার মধ্যে এবং রাত সাড়ে ৯টার পরে এই লেনদেনগুলোর প্রক্রিয়া করা হবে। যাতে পিক সময়েগুলোতে পেমেন্টে কোন সমস্যা না হয়।
- UPI API-এর প্রতিক্রিয়া সময় কমানো হয়েছে। রিকোয়েস্ট-পে এবং রেসপন্স-পে টাইম ১৫ সেকেন্ড করা হয়েছে। জুন, ২০২৫ থেকেই এই নিয়ম চালু হয়েছ।
যত বেশি মানুষ দৈনিক পেমেন্টের জন্য UPI ব্যবহার করছেন, ব্যর্থ বা জালিয়াতি পেমেন্টের অভিযোগের সংখ্যাও তত বাড়ছে। বর্তমানে প্রতি মাসে ১৬ বিলিয়ন UPI লেনদেন হয়। বিশেষ করে অর্থবর্ষের পর এপ্রিল এবং মে মাসে সার্ভার সমস্যা দেখা দেয়। ব্যবহারকারীদের মসৃণ এবং বিশ্বাসযোগ্য পরিষেবা প্রদানের জন্যে এই একগুচ্ছ নতুন নিয়ম চাল করেছে NPCI।