দিল্লি, ৭ অগাস্ট: গোটা ভারত জুড়ে ব্যাহত হল UPI পরিষেবা। বৃহস্পতিবার থেকে ভারতে UPI পরিষেবা ব্যহত হয়। ফলে কয়েক হাজার UPI ব্যবহারকারী চড়ান্ত অসুবিধার মধ্যে পড়েন বলে খবর। এই নিয়ে চলতি বছরে চতুর্থবার UPI ডাউন (UPI Down) বা UPI পরিষেবা ব্যহত হয় বলে রিপোর্টে প্রকাশ।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার সন্ধে ৭.৪৫ থেকে গুগল পে, ফোনপে, পেটিএম এবং অন্যান্য শীর্ষস্থানীয় প্ল্যাটফর্মগুলিতে কোনও ধরনের পরিষেবা সম্ভব হয়নি। যা নিয়ে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য শুরু হয়। রাত ৮.৩০ টা নাগাদ UPI পরিষেবা ব্যাহত হওয়ার পরিসংখ্যান মেলে, এমন ওয়েবসাইটের মাধ্যমে জানা যায় এবার ২,১৪৭টি বিভ্রাটের অভিযোগ সামনে এসেছে। যে ২,১৪৭টি বিভ্রাট চোখে পড়ে, তার মধ্যে ৮০% এর ক্ষেত্রে অর্থ লেনদেনের সময় গ্রাহকদের সমস্যায় পড়তে হয় বলে জানা যায়।
UPI পরিষেবা ব্যাহত হওয়ার ফলে এইচডিএফসি ব্যাঙ্ক, স্টেট ব্য়াঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কগুলিতে সমস্ত ধরনের পরিষেবা ব্যাহত হয় বলে জানা যায়। যা নিয়ে গোটা দেশ জুড়ে শুরু হয়ে যায় তোলপাড়।