Representational Image Credit: Pixabay

নয়াদিল্লিঃ প্রসবোত্তর মানসিক অবসাদ (Postpartum Psychosis)নতুন ঘটনা নয়। কিন্তু এবার প্রসবোত্তর মনোবিকারের বশে সদ্যজাতকে (Newborn) ফ্রিজে (Fridge) রেখে দেওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। সঙ্গে সঙ্গে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ায় বাঁচল প্রাণ। অন্যদিকে মাকে নিয়ে যাওয়া হয়েছে মনোবিদের কাছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদের কুরলা এলাকায়। আরও পড়ুনঃ ২ শিশুকে সাপের কামড়, বাবা-মায়ের গাফিলতিতে মৃত্যু দুই সন্তানের

সদ্যজাতকে ফ্রিজে ঢুকিয়ে ঘুম লাগাল মা, উত্তরপ্রদেশের ঘটনায় হতবাক পরিবার

জানা গিয়েছে, ওই মহিলার বয়স ২৩ বছর। ১৫ দিন আগে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সম্প্রতি কোলের শিশুকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে ঘুমাতে চলে গিয়েছিলেন তিনি। সদ্যজাতর কান্নার আওয়াজ শুনে ছুটে আসেন তার ঠাকুমা। তিনিই এরপর শিশুটিকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাসপাতালে ছোটেন পরিবারের সদস্যরা। এখন শিশুটির অবস্থা স্থিতিশীল বলে খবর। মহিলার পরিবারের দাবি, সন্তান জন্ম দেওয়ার পর থেকে অসুস্থ ছিলেন ওই মহিলা। সেই সঙ্গেই ধর্মীয় ভাবনায় বিশ্বাসী ছিলেন তিনি। সদ্যজাতকে ফ্রিজে ঢোকানোর পরে তাঁর যুক্তি, 'শয়তানের প্রভাবে'এই কাজ করেছেন তিনি। ইতিমধ্যেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে। তাঁকে পরীক্ষা করছেন মনোবিদেরা।

 ১৫ দিনের শিশুকে ফ্রিজে ঢুকিয়ে ঘুমিয়ে পড়লেন মা, তারপর...?