প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ সাপের কামড়ে (Snake Bites) মৃত্যু দুই শিশুর(Child)। সম্পর্কে তারা দুই ভাইবোন। স্থানীয় সূত্রে খবর, চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যাওয়া হয় ওই দুই শিশুকে। চিকিৎসায় গাফিলতির কারণেই মৃত্যু বলে দাবি স্থানীয়দের।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার উমেরকোট থানার অন্তর্গত নবরংপুর জেলার রাজপুর গ্রামে। সোমবার রাতে আচমকাই সাপে কামড়ায় একটি ৯ মাসের শিশু ও তার ১১ বছরের দিদিকে। আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে দুই সন্তানকে নিয়ে ওঝার কাছে ছোটেন বাবা-মা। ঝাড়ফুঁক করে বিষ নামানোর চেষ্টা করা হয়। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে যাওয়া হয় দুই শিশুকে। কিন্তু ততক্ষণে সব শেষ। দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

দুই সন্তানকে হারিয়ে বাবা কৃষ্ণ হরিজন বলেন, 'আমরা প্রথমে ওঝার কাছে গিয়েছিলাম। কিন্তু ওদের অবস্থা খারাপ হওয়ায় পরে হাসপাতালে নিয়ে  যাই। চিকিৎসক জানান, তখন আর কিছু করার ছিল না।'

 ২ শিশুকে সাপের কামড়, বাবা-মায়ের গাফিলতিতে মৃত্যু দুই সন্তানের