নয়াদিল্লিঃ ফের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন এক ব্যক্তি। স্বামীর (Husband) সাহায্য নিয়ে প্রতিবেশী যুবককে খুন (Murder)মহিলার। প্রেমিককে বাড়িতে ডেকে এনে স্ক্রুড্রাইভার দিয়ে খুন করার অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে। ইতিমধ্যেই খুনের অভিযোগে ওই মহিলা ও তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভল জেলায়। অভিযুক্ত মহিলার নাম সিতারা। এবং তার স্বামীর নাম রইস আহমেদ।
স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন মহিলার
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আনিস। বয়স ৪৫। আনিসের পরিবারের দাবি, তাঁর থেকে ৭ লক্ষ টাকা ধার নিয়েছিল সিতারার স্বামী রইস। সেই টাকার কারণেই আনিসকে প্রাণে মারা হয়েছে। কিন্তু পুলিশের অনুমান, এই খুনের অন্যতম কারণ আনিসের সঙ্গে সিতারার বিবাহ বহির্ভূত সম্পর্ক। সম্ভলের অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, শনিবার রাতে আনিসকে নিজের বাড়িতে ডেকে পাঠায় সিতারা। এরপর স্বামীর সাহায্য নিয়ে তাকে খুন করে সে। অন্যদিকে মৃত আনিসের বাবা জানিয়েছে, সামনেই বিয়ে ঠিক হয়েছিল আনিসের। ফলে টাকার প্রয়োজন ছিল। তাই রইসকে ধার দেওয়া টাকা চেয়েছিলেন তিনি। কিন্তু তা ফেরত দিতে রাজি ছিল না সিতারা ও রইস। তাঁর দাবি, টাকা চাওয়াতেই খুন করা হয়েছে তাঁর ছেলেকে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সিতারা ও রইসকে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে স্ক্রুড্রাইভার দিয়ে খুন মহিলার
UP Woman Calls Lover Home, Joins Husband In Killing Him With Screwdriverhttps://t.co/67vaGYOlgx pic.twitter.com/aspg8Cbvwl
— NDTV (@ndtv) August 10, 2025