
ফোন কেড়ে নিয়েছিল মা, সেই কারণে রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে বিষ খেয়ে আত্মঘাতী হল বছর ১৭-এর এক কিশোরী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে বালিয়ায় (Ballia)। ঘটনাচক্রে ওই সময়ই এলাকায় স্থানীয় থানার পুলিশের একটি গাড়ি যাচ্ছিল। তাঁরাই একটি নর্দমার পাশ থেকে অসুস্থ অবস্থায় কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তদন্তে নেমে আধিকারিকরা জানতে পারে যে নাবালিকা বিষ পান করে আত্মঘাতী হয়েছে।
বিষ খেয়ে আত্মঘাতী কিশোরী
এদিন সকালে সিকন্দরপুরের বাস্তি বুজুর্গ গ্রামের পাচুয়ারা মাথিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এদিন সকালে মায়ের সঙ্গে অশান্তি হয়েছিল ওই কিশোরীর। আসলে সে পড়াশুনো না করে ফোন ব্যবহার করছিল। এই নিয়ে তাঁর মা তাঁকে বকাঝকা করে এবং ফোনটি কেড়ে নেয়। তাতেই রাগ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সে।
ঘটনার তদন্তে পুলিশ
পুলিশসূত্রে খবর, বাড়ি থেকে বেরোনোর সময় পরিবারের নজর এড়িয়ে একটি কীটনাশক ওষুধের বোতল নিয়ে বেরোয় সে। তারপর সেটি রাস্তার ধারে দাঁড়িয়ে পান করে। ঘটনাস্থলে সেই সময় পুলিশের একটি গাড়ি যাচ্ছিল। তাঁরাই অসুস্থ অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাঁর মৃত্যু ঘটে।