লখনউ, ২৪ সেপ্টেম্বর: স্কুলের মধ্যে এক শিক্ষককে (Teacher) দেশি পিস্তল দিয়ে গুলি (Shot) করল ছাত্র (Student)। চমকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে (Uttar Pradesh's Sitapur)। জানা গিয়েছে, অন্য ছাত্রের সঙ্গে ঝগড়া করার জন্য অভিযুক্ত ছাত্রকে বকাবকি করেছিলেন শিক্ষক। সেই কারণে ক্লাস টেনের ছেলেটি ওই শিক্ষকের উপর বিরক্ত ছিল। অভিযুক্ত ছাত্র শিক্ষককে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে এবং বন্দুক নিয়ে পালিয়ে যায়। ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।
গুলিবিদ্ধ হয়ে শিক্ষক গুরুতর জখম হলেও বর্তমানে তিনি বিপদমুক্ত। অতিরিক্ত পুলিশ সুপার রাজীব দীক্ষিত জানিয়েছেন, আরও ভাল চিকিৎসার জন্য ওই শিক্ষককে লখনউতে রেফার করা হয়েছে। আরও পড়ুন: JP Nadda: নবান্ন চলো অভিযানে অশান্তি নিয়ে নাড্ডা-কে রিপোর্ট জমা বিজেপির সত্যানুসন্ধান কমিটির
Video: Class 10 Student Shoots Teacher Thrice In UP https://t.co/Nu1mUbLOdz pic.twitter.com/b9njp6aXaX
— NDTV (@ndtv) September 24, 2022
গুলি চলার পুরো ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। ক্লিপটিতে দেখা যাচ্ছে যে ছাত্রটি হাতে বন্দুক নিয়ে শিক্ষককে তাড়া করছে। অন্য ছাত্ররা তার হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। শিক্ষককেও লড়াই করার চেষ্টা করতে দেখা যাচ্ছে। তবে, ছাত্রটি পিস্তলের বাট দিয়ে তাঁকে আক্রমণ করে। তখন কয়েকজন ছুটে এসে ছাত্রটিকে ধরে ফেলে, এমনকি একজন তাকে কাঠের লাঠি দিয়ে মারার হুমকিও দেয়। এরপর শিক্ষককে মাটিতে বসে পড়তে থাকতে দেখা যায়।