প্রতীকি ছবি সংগৃহিত

বালিয়া, ৩১ মার্চ : গ্রামের মোড়ল হতে চান অনেকদিন ধরেই। এবারও ইচ্ছা ছিল তাই পঞ্চায়েত নির্বাচনে (UP Panchayat Election 2021) লড়াই করবেন। উত্তরপ্রদেশের (UP) বালিয়ার হাতি সিংয়ের সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় সংরক্ষিত আসন। সেই কারণেই বছর পয়তাল্লিশের হাতি বিয়ে করে নেন চটপট।

বালিয়ার চাপরা গ্রামের হাতি সিংয়ের (Hati Singh) সঙ্গীরা জানান, বিয়ের পর তাঁর স্ত্রী ভোটে লড়াই করতে পারবেন। ফলে শুভানুধ্যায়ীদের পরামর্শ অনুযায়ী বিয়ে করে নেন হাতি সিং।

আরও পড়ুন : Ajaz Khan Arrested : গর্ভপাতের পর স্ত্রীর জন্যই ঘুমের ওষুধ রাখা ছিল, গ্রেপ্তারির পর দাবি আজাজের

গত ২৬ মার্চ হিন্দু রীতি অনুযায়ী পছন্দের পাত্রীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বালিয়ার হাতি সিং। বিয়ের পর এবার তাঁর স্ত্রী চাপরা গ্রাম থেকে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে পারবেন। বিয়ের পর এবার স্ত্রীকে ভোটে (Election) লড়াইয়ের প্রশিক্ষণ দিতে শুরু করেছেন হাতি সিং। ভোটে লড়াইয়ের ইচ্ছা এবং হাতি সিংয়ের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই খবর।

প্রসঙ্গত ২০১৫ সালে চাপরা গ্রামের পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেন হাতি সিং। যদিও সেবারেও হাতির স্বপ্ন পূরণ হয়নি। ভোটের লড়াই দ্বিতীয় স্থানেই শেষ হতে যায় তাঁর স্বপ্ন।