Hathras Gangrape: উত্তরপ্রদেশের গণধর্ষিতা তরুণীর মৃত্যু দিল্লির এইমসে
প্রতীকী ছবি (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ২৯ সেপ্টেম্বর: গৃহপালিত পশুর জন্য খাবার জোগাড় করতে গিয়ে গণধর্ষণের শিকার বছর-১৯ এর দলিত তরুণী। দিল্লির এইমসে (AIIMS) মৃত্যু হয়েছে নির্যাতিতার। জানা গিয়েছে, দলিত তরুণীকে ধর্ষণ করা চারজনই উচ্চবর্ণের। গত ১৪ সেপ্টেম্বর নারকীয় ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের হাথরাস জেলায়। আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতা তরুণীকে প্রথম হাথরাস জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির দওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও নির্যাতিতা চিকিৎসায় সাড়া না দিলে গতকাল দিল্লির এইমসে হানা হয় নির্যাতিতাকে। সেখানেই এদিন তাঁর মৃত্যু হল। চার ধর্ষককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। আরও পড়ুন- Coronavirus Cases In West Bengal: একদিনে সংক্রামিত ৩,১৫৫ জন, পশ্চিমবঙ্গে করোনার গ্রাসে আড়াই লক্ষেরও বেশি মানুষ

হাসপাতালই উত্তর প্রদেশ পুলিশকে তাঁর জবানবন্দিতে নির্যাতিতা জানিয়েছেন, পশুখাদ্য আনতে যাওয়ার সময় নির্জনে তাঁকে একা পেয়ে উচ্চবর্ণের চারজন তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে নারকীয় অত্যাচার চালায় বাঁচার জন্য চেষ্টা করায় ধর্ষকরা তাঁকে গলা টিপে মারা চেষ্টা করে। যন্ত্রণা কমাতে নিজের জিভে মরণ কামড় দেন নির্যাতিতা। চিকিৎসা চলাকালীন সেসবও নজরে এসেছে। প্রাণ বাঁচাতেই এমন কাজ করেছিলেন ওই তরুণী। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে যোগীর রাজ্যে।