লখনউ, ১৪ অক্টোবর: উত্তর প্রদেশের মাউ জেলা (Uttar Pradesh's Mau district)-য় মর্মান্তিক দুর্ঘটনা। একটি বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণের পর, দোতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। এই মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখন ভেঙে পড়া বাড়িটির মধ্যে অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা। অন্তত ১৫ জনকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।কী কারণে বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়।
জোরকদমে উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তুপের ভিতর কেউ আটকে রয়েছেন কি না তার দিকে নজর দিচ্ছে উদ্ধারকারী দল। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতির দিকে নজর রাখছেন। ঘটনাস্থলে রয়েছেন প্রশাসনের কর্তারা। আরও পড়ুন-ইনস্টাগ্রামে নরেন্দ্র মোদির ফলোয়ার ছুঁল ৩০ মিলিয়ন, পেছনে ফেললেন বারাক ওবামাকে
7 dead and 15 injured after a two-storey building collapsed following a cylinder blast at a home in Mohammadabad, Mau. Several feared trapped. More details awaited. pic.twitter.com/cFr7Q0pEr4
— ANI UP (@ANINewsUP) October 14, 2019
বিস্তারিত খবর আসছে...