UP Police Photo Credit: Twitter@latestly

পুলিশের (Uttar Pradesh Police) কাছে গিয়েও নিস্তার নেই মানুষের। নেই কোনও নিরাপত্তা। শুনতে অবাক লাগলেও উত্তরপ্রদেশে এবার এমনই একটি ঘটনা ঘটে গেল, যা সামনে আসার পর অবাক হচ্ছেন অনেকেই। জানা যায়, উত্তরপ্রদেশের এক মহিলা গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করতে থানায় যান। সেখানে যাওয়ার পর যে অফিসারের সামনে বসে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন, সেই পবন কুমারের বিরুদ্ধে উঠল অশ্লীলতার অভিযোগ। জানা যায়, ওই মহিলা যখন অভিযোগ দায়ের করতে যান, সেই সময় তাঁকে দেখে অশ্লীল মন্তব্য করেন পবন কুমার। তিনি বলেন, তুমি এত সুন্দর। তোমাকে ছুঁয়ে দেখতে মন চায়। শুধু তাই নয়, ওই মহিলার সামনে অশ্লীল ব্যবহার করে, তারপর পবন কুমার ওই অভিযোগ থেকে প্রধান অভিযুক্তদের নাম প্রত্যাহারের জন্য চাপও দেন বলে জানা যায়। ওই মহিলা পবন কুমারের সমস্ত কথা মোবাইলে রেকর্ড করেন। যার জেরে পবন কুমার নামে ওই পুলিশ অফিসারকে তাঁর দায়িত্ব থেকে আপাতত সরানো হয়েছে বলে খবর। তবে ওই অডিয়ো প্রকাশ্যে আসার পর তা হু হু করে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে চর্চা শুরু হতেই পুলিশ তা তড়িঘড়ি সরিয়ে ফেলে বলে খবর।

আরও পড়ুন: Fake Police Ankit Ghosh Arrested: গায়ে উর্দি, চেহারায় চাকচিক্য তবে শেষরক্ষা হল না, আসল পুলিশের জালে ধরা পড়লেন ভুয়ো পুলিশ অঙ্কিত, দেখুন ভিডিয়ো

দেখুন উত্তরপ্রদেশের পুলিশ অফিসারের কীর্তি...