লখনউ: দেশের মানুষের বিশ্বাসের (faith) জোরেই শত প্রতিকূলতার মধ্যেও ঐক্যবদ্ধ (unity) রয়েছে ভারত (India)। রবিবার লখনউে (Lucknow) ছট পুজো (Chhath Puja) উপলক্ষে আয়োজিত সর্বভারতীয় ভোজপুরি সমাজের (All India Bhojpuri Samaj) অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্যই করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath)।
ভারতের ঐক্যবদ্ধতা নিয়ে মন্তব্য করতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, "আমাদের দেশ হল বিশ্বাসের দেশ (nation of faith)। এই বিশ্বাস আমাদের সব দিক থেকে ঐক্যবদ্ধ করেছে। যার প্রভাব পড়েনি প্রতিকূল পরিস্থিতিতেও (adverse conditions)। মধ্যযুগে বিদেশি হানাদাররা (foreign invaders) আমাদের ধর্মীয় স্থানগুলোকে (religious places) ক্ষতিগ্রস্ত করেছে। তারপরও এই বিশ্বাসই আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছে। তা না হলে আমরাও সেই সব দেশের মতো হতাম যারা নিজেদের সংস্কৃতি ভুলে গেছে। সেখানে ধ্বংসাবশেষ রয়েছে। ওরা বস্তুবাদী জীবনে উন্নতি করেছে। কিন্তু, ওদের আত্মা হারিয়ে গেছে।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | Lucknow: At the program organized by All India Bhojpuri Samaj on the occasion of Chhath Puja, UP CM Yogi Adityanath says, "Our nation is a nation of faith. This faith joins us in unity in all directions. This faith kept the country together in adverse conditions. In the… pic.twitter.com/XOzoUdcav7
— ANI (@ANI) November 19, 2023
বর্তমান কেন্দ্রীয় সরকার মানুষের এই বিশ্বাসকে সমর্থন জানায় উল্লেখ করে তিনি আরও বলেন, "ভারতে, এই ধরনের গণবিশ্বাস এখন প্রশাসনের দ্বারা সমর্থিত। কিন্তু, সরকার ও প্রশাসন যখন সহযোগিতা করেনি তখনও জনগণ গণবিশ্বাসের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছিল। সমষ্টিগত এই বিশ্বাসের ফলেই এত বিশাল জনসংখ্যার ভারত একত্রিত হয়েছে। এই বিশ্বাসের উপর ভর করেই রাম জন্মভূমির জন্য ৫০০ বছর ধরে আন্দোলন ও সংগ্রাম হয়েছিল। সেই লড়াইয়ের জেরেই অবশেষে জয় এসেছে। জানুয়ারিতে শেষ হতে চলেছে রামমন্দির নির্মাণের কাজ।" আরও পড়ুন: Indira Gandhi's Birth Anniversary: ইন্দিরা গান্ধীর জন্মদিনের অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিচারণা, ভিডিয়োতে শুনুন পুত্রবধূ সোনিয়ার বক্তব্য
দেখুন ভিডিয়ো:
#WATCH | Lucknow: At the program organized by All India Bhojpuri Samaj on the occasion of Chhath Puja, UP CM Yogi Adityanath says, "In India, this kind of mass faith is now supported by the administration. But when the government and the administration did not cooperate, even… pic.twitter.com/ioSAzq27wc
— ANI (@ANI) November 19, 2023