নয়াদিল্লি: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Former Prime Minister Indira Gandhi) জন্মদিনে (Birth anniversary) তাঁর স্মৃতিচারণা করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi)। তাঁর শাশুড়ি গোঁড়ামিকে (orthodoxy) চ্যালেঞ্জ করেছিলেন বলেও শান্তি (Peace), নিরস্ত্রীকরণ (Disarmament) ও উন্নয়নের (Development) জন্য দেওয়া ইন্দিরা গান্ধী পুরস্কার (Indira Gandhi Prize) বিতরণী অনুষ্ঠানে দাবি করলেন।
এপ্রসঙ্গে সোনিয়া গান্ধী বলেন, "তাঁর রাজনৈতিক জীবনে তিনি গোঁড়ামিকে চ্যালেঞ্জ জানিয়ে ছিলেন। আত্মসম্মান নিয়ে চলা সার্বভৌম দেশগুলি যা অপছন্দ করে সেই ক্ষুধার বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে লড়াই করেছিলেন। জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে একটি নতুন জাতি গঠনে তাঁর অতুলনীয় ভূমিকা ছিল। মানুষের স্বার্থে লড়াই করার জন্য তিনি একজন সাহসী ধর্মযোদ্ধা (crusader) ছিলেন।" আরও পড়ুন: Mehbooba Mufti Attacks BJP: বিদ্যুতের দাম বৃদ্ধি ও লোডশেডিং নিয়ে বিজেপিকে তোপ, ভিডিয়োতে শুনুন মেহবুবা মুফতির বক্তব্য
দেখুন ভিডিয়ো:
#WATCH | Delhi: While attending the felicitation ceremony of the Indira Gandhi Prize for Peace, Disarmament, and Development on the birth anniversary of former Prime Minister Indira Gandhi, Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi says, "...Be it her political career… pic.twitter.com/KMAzsfQTq4
— ANI (@ANI) November 19, 2023