নয়াদিল্লিঃ যোগীরাজ্যে ফের ভয়াবহ দুর্ঘটনা (Accident) । বুধবার সকালে উন্নাওতে (Unnao) দুধের ট্যাঙ্কারে বেপরোয়া ডবল ডেকার বাসের ধাক্কার ( (Bus Accident) )মৃত্যু হয়েছে ১৮ জনের। গুরুতর জখম ১৯। ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের উন্নাওয়ের লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে ( (Agra-Lucknow Expressway)। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এ ছাড়া বুধবার বেলায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দেওয়া হবে বলেও বিবৃতি দিয়ে জানানো হয়েছে। প্রসঙ্গত, এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লেখেন, "উত্তরপ্রদেশের উন্নাওতে সড়ক দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক। আহতদের চিকিৎসায় তৎপর স্থানীয় প্রশাসন। এই দুর্ঘটনায় প্রিয়জন হারাদের অপূরণীয় ক্ষতির জন্য আমি সমবেদনা জানাই। ঈশ্বর স্বজন হারাদের এই শোক থেকে সেরে ওঠার শক্তি দিক।" প্রসঙ্গত, বুধবার ভোরে উত্তরপ্রদেশের উন্নাওয়ের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। বিহারের সীতামারহি থেকে দিল্লিগামী একটি যাত্রীবোঝাই ডবল ডেকার বাস একটি দুধের ট্যাঙ্কারের পিছনে সজোরে ধাক্কা মারে। পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৮ জনের। মৃতদের মধ্যে ৩ মহিলা ও এক শিশু রয়েছে। গুরুতর জখম ১৯ জন। আহতদের মধ্যে বেশকিছুজনের অবস্থা আশঙ্কাজনক।
PM Modi announces ex-gratia of Rs 2 lakh to kin of deceased in Unnao tragedy, Rs 50,000 to injured
Read @ANI Story | https://t.co/fYWzGi23N0#PMModi #Unnao pic.twitter.com/5O7BHaQyYd
— ANI Digital (@ani_digital) July 10, 2024