রাত পোহালেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে নয়াদিল্লিতে এইচ-বোমা ফাটিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর দাবি ২৪-এ হরিয়ানায় বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোটচুরি হয়েছে। এক ব্রাজিলিয়ান মডেলের ছবি ভিন্ন ভিন্ন নামের সঙ্গে ব্যবহার করে ২২টি ভোটার কার্ড তৈরি হয়েছিল। এভাবে নাকি ২৫ লক্ষ ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে হরিয়ানার ভোটার তালিকায়। বিহারে নির্বাচনের আগে এমন অভিযোগ তুলে ফের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ।
কী অভিযোগ রাহুল গান্ধীর?
রাহুল নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে ব্রাজিলিয়ান মডেল ম্যাথুজ ফেরেরোর ছবি দেখিয়ে বলেন, এই ছবি ব্যবহার করে বিভিন্ন ভুয়ো ভোটার কার্ড তৈরি হয়েছিল। যেখানে কোথাও তাঁর নাম সীমা, কোথাও সরস্বতী, কোথাও আবার সুইটি দেওয়া হয়েছিল। অন্ত ১০টি বুথে এরকম করা হয়েছে। একইভাবে আরও এক মডেলের ছবি ব্যবহার করে ১০০টি ভুয়ো ভোটার কার্ড তৈরি হয়েছিল।
দেখুন কিরেন রিজিজুর মন্তব্য
#WATCH | Delhi: On Lok Sabha LoP Rahul Gandhi's claims of vote rigging in Haryana elections, Union Minister Kiren Rijiju says, "Rahul Gandhi is targeting not just the BJP, but our country's system and the credibility of its institutions. You'll see him target the army. Then, if… pic.twitter.com/1xOEw5xhL5
— ANI (@ANI) November 5, 2025
রাহুলের কড়া নিন্দা কিরেন রিজিজুর
যদিও নির্বাচন কমিশন রাহুলের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রথম থেকেই দাবি করে এসেছেন। অন্যদিকে, বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, রাহুল গান্ধী শুরু কেন্দ্র সরকারের অপমান নয়, দেশের আইন ব্যবস্থা এবং সরকারী প্রতিষ্ঠানগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। উনি দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন, সুপ্রিম কোর্ট যদি তাঁদের বিরুদ্ধে রায় দেয় তাহলে বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন করেন। এটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। আসলে ভারতকে যাঁরা বিশ্বমঞ্চে ছোট দেখাতে চায়, তাঁদের সঙ্গে হাত মিলিয়েছেন রাহুল গান্ধী।
দেখুন শমীক ভট্টাচার্যের মন্তব্য
#WATCH | Kolkata | On Lok Sabha LoP Rahul Gandhi's claims of vote rigging in Haryana elections, West Bengal BJP President Samik Bhattacharya says, "Rahul Gandhi is practising for the election results. Like net practice in cricket, similarly, he is rehearsing his statements after… pic.twitter.com/D1rOW8cT03
— ANI (@ANI) November 5, 2025
রাহুলকে আক্রমণ শমীকের
এই ইস্যুতে বাংলার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আবার বলেছেন, সামনে বিহারে নির্বাচন। ১৪ নভেম্বর ফল ঘোষণা। তার আগে হার নিয়ে চিন্তিত রাহুল গান্ধী। সেই কারণে হারের পর কী অযুহাত দেবেন, সেটা এখন থেকে তৈরি করে রাখছেন তিনি। এরকম মন্তব্য করে উনি আগেই দলের কর্মী সমর্থকদের মনোবল ভেঙে দিচ্ছেন।