শ্রীনগর: নিজেদের শিল্প (art) ও সংস্কৃতিকে (culture) ভিত্তি ও হাতিয়ার করেই আজকে এগিয়ে চলেছে কাশ্মীর (J&K)। শুক্রবার জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে (Srinagar) আয়োজিত ভিটাস্টা সাংস্কৃতিক অনুষ্ঠানে ('Vitasta' Cultural Festival) বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্যই করলেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)।
নাম না করে ভূস্বর্গে জঙ্গিদের মদতদাতা পাকিস্তানকে কটাক্ষ করে ভারতের স্বরাষ্টমন্ত্রী বলেন, "আজকে কাশ্মীর এগিয়ে চলেছে তাদের শিল্প ও সংস্কৃতিকে ভিত্তি ও হাতিয়ার করে। এই উপত্যকার যুবকদের উদ্দেশ্য করে আমি বলতে চাই যারা তোমাদের হাতে পাথর (stones) আর অস্ত্র (weapons) তুলে দিয়েছিল তারা তোমাদের কোন ভালো করেনি। তোমাদের হাতে বই (book) ও পেন (pen) থাকা দরকার। ৩৭০ ধারা (Article 370) বাতিল হওয়ার পর থেকে এখানে শান্তি এসেছে, উন্নয়নে বদলে গেছে পুরো পরিবেশ। এখানে এতটাই উচ্চশিক্ষা (higher education), শিল্প (industries) ও প্রশাসনিক সংস্কার (administrative reforms) হয়েছে কোনও বিরোধিতা ছাড়াই। এখন কাশ্মীরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এমন সময় এই উৎসবের খুব বড় গুরুত্ব রয়েছে। " আরও পড়ুন: সমুদ্র পথে ভারতে অস্ত্র ও মাদক পাচার, ১৩ জন পাকিস্তানি নাগরিকের নামে চার্জশিট NIA-এর
দেখুন ভিডিয়ো:
#WATCH J&K: Union Home Minister Amit Shah addresses the public during the 'Vitasta' Cultural Festival in Srinagar today... 'Today, Kashmir is moving forward through its art and culture. To the youth of the valley, I would say that those who held stones and weapons in your hands… pic.twitter.com/kYEiqnROPO
— ANI (@ANI) June 23, 2023