চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা শেষ। ১৩ টি নমিনেশন পেয়ে অস্কারের মঞ্চে আগেই বাজিমাত করেছিল ওপেনহাইমার। এবার সেই মঞ্চেই ৭টি বিভাগে শ্রেষ্ঠত্বের শিরোপা মাথায় তুলল তারা। সেরা ছবির পাশাপাশি সেরা নির্দেশকের পুরস্কার এসেছে এই ছবি থেকে। আসুন জেনে নেওয়া যাক  কোন কোন শিল্পী ও চলচ্চিত্র ৯৬তম বর্ষের এই মর্যাদাপূর্ণ পুরষ্কার পেলেন এই বছর। দীর্ঘ প্রতীক্ষার পর এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন জিনি কিমেল।

৯৬তম একাডেমি পুরস্কারে বিজয়ীদের সম্পূর্ণ তালিকাঃ-

  • সেরা ছবি - ওপেনহাইমার। বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করে এবার অস্কারের মঞ্চে সেরা চলচ্চিত্রের শিরোপা দর্শক সমাদৃত এই ছবির।
  • সেরা অভিনেতা - সিলিয়ান মারফি (ওপেনহাইমার)
  • সেরা অভিনেত্রী- এমা স্টোন (পুওর থিংস)
  • সেরা পরিচালক - ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)
  • পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী- 'দা ভাইন জয় রুডলফ (দ্য হোল্ডওভার)
  • পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা- রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)
  • সেরা মৌলিক স্কোরের পুরস্কার-লুডউইং গোরানসন (ওপেনহাইমার)
  • সেরা মৌলিক গান- বিলি আইলিশ এবং ফিনিয়াস ও'কনেল (বার্বি)
  • সেরা অভিযোজিত চিত্রনাট্য- আমেরিকান ফিকশন
  • সেরা মৌলিক চিত্রনাট্য- অ্যানাটমি অফ ফল
  • সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম- দ্য জোন অফ ইন্টারেস্ট(ইউনাইটেড কিংডম)
  • সেরা ভিস্যুয়াল এফেক্ট- গডজিলা মাইনাস ওয়ান
  • সেরা পোশাল ভাবনা- পুওর থিংস
  • সেরা মেকআপ এবং হেয়ারস্টাইলিং- পুওর থিংস
  • সেরা সিনেমাটোগ্রাফি-ওপেনহাইমার
  • সেরা প্রোডাকশন ডিজাইন- পুওর থিংস
  • সেরা সাউন্ড- দ্য জোন অফ ইন্টারেস্ট
  • সেরা চলচ্চিত্র সম্পাদনা- ওপেনহাইমার
  • সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম- ওয়ার ইজ ওভার! ( জন এবং ইয়োকোর সঙ্গীত দ্বারা অনুপ্রাণিত)
  • সেরা লাইভ-অ্যাকশন শর্ট ফিল্ম- দ্য ওয়ান্ডার ফুল স্টোরি অফ হেনরি সুগার
  • সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম-দ্য লাস্ট রিপেয়ার শপ
  • সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম- টোয়েন্টি ডেজ ইন মারিপোল
  • সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম-দ্য বয় অ্যান্ড দ্য হেরন