আজ, ৮ ডিসেম্বর বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুরের(Sharmila Tagore) জন্মদিন(Birthday)। ৮০ বছর বয়সে পা দিলেন অভিনেত্রী। আর ৮০তম জন্মদিনে পুত্রবধূ করিনা কাপুর খানের(Kareena Kapoor Khan) থেকে ভেসে এল আদুরে বার্তা। এদিন শাশুড়ি শর্মিলার সঙ্গে ছবি দিয়ে বেবো লেখেন, "সবচেয়ে কুল গ্যাংস্টার কে তা বলে দিতে হবে? তা আর কেউ নয় তুমি। শুভ জন্মদিন শাশুড়ি মা। তুমি সেরা।" প্রসঙ্গত, বলিউডের নাম করা অভিনেত্রীদের মধ্যে অন্যতম শর্মিলা ঠাকুর। এক সময় বলিউডে দাপিয়ে বেরিয়েছেন তিনি। উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। সাবলীল অভিনয় এবং রূপের ছটায় বারেবারে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। ফের অভিনয়ে ফিরেছেন তিনি। প্রায় ১৪ বছর পর বাংলা ছবির হাত ধরে কামব্যাক করছেন তিনি। পাশাপাশি মুক্তি পেতে চলেছে হিন্দি ছবিও। সব ঠিক থাকলে ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে 'আউটহাউস'৷ চলতি বছরে ঋতুপর্ণা সেনগুপ্তর ছবি 'পুরাতন'-এও কাজ করেছেন তিনি। তবে এখনও মুক্তি পায়নি সে ছবি।
শাশুড়ির জন্মদিনে কী বার্তা পাঠালেন বউমা করিনা?
‘Just The Best’: Kareena Kapoor Khan Drops the Coolest Birthday Wish For Mother-in-Law Sharmila Tagore on Insta (See Photos)
#KareenaKapoorKhan #KareenaKapoor #SharmilaTagore #SharmilaTagoreBirthday #Bollywood #Entertainment https://t.co/SubC176Nla
— LatestLY (@latestly) December 8, 2024