Best Film Award in Oscar

সারা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম অস্কার অ্যাওয়ার্ড।২০২৪ সালে সেই আন্তর্জাতিক সম্মানের ৯৬তম বছর। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে প্রতি বছরের মত বসেছিল এর আসর।  অস্কার অনুষ্ঠানের জৌলুস ফিরিয়ে আনতে প্রত্যাশিতভাবেই পুরস্কার বিতরণীর রাতে চতুর্থ বারের মতো সঞ্চালক হিসাবে ফিরে এসেছিলেন জিমি কিমেল। শুধু অপেক্ষা ছিল গোটা বিশ্বের কার হাতে উঠবে সেরা ছবির পুরস্কার।

এক ডজনেরও বেশি (১৩টি) মনোনয়ন নিয়ে নমিনেশন লিস্টে সবচেয়ে এগিয়ে ছিল ক্রিস্টেফার নোলানের ওপেনহাইমার। পাল্লা দিয়ে মোট আটটি মনোনয়ন অর্জন করেছিল গ্রেটা গারউইগের বক্স অফিস কাঁপানো ছবি 'বার্বি'-ও। ‘পুওর থিংস’, ‘কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন’ এর মত ছবিও ছিল তালিকায়। তবে সকলকে বাজিমাত করে শ্রেষ্ঠত্বের শিরোপা মাথায় উঠেছে নোলানের ছবি ওপেনহাইমারের। বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছিল ওপেনহাইমার। এবার অস্কারের মঞ্চেও ৭টি পুরস্কার পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে তারা। ওপেনহাইমার-এর ট্রেন্ডে গা ভাসাননি, এমন হলিউড সিনেপ্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা সহ-অভিনেতা মতো অস্কারের মূল বিভাগের প্রায় সবকটিতেই জয়ী হয়েছে  এই ছবি।