নতুন দিল্লি, ২২ জুলাই: বিপিও এবং তথ্যপ্রযুক্তি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের (Work From Home) সময়সীমা বাড়ালো কেন্দ্র। সংক্রমণ ঠেকাতে প্রথমে আগামী ৩১ জুলাই পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা করেছিল কেন্দ্র। আর মাত্র কয়েকদিনেই সেই সময়সীমা পেরিয়ে যাবে। এদিকে দিন যত যাচ্ছে, ততই ভারতের করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে। এমতাবস্থায় ফের চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আইটি ও বিপিও কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের সময় বাড়িয়ে দেওয়া হল। গতকাল গভীর রাতে এক টুইট বার্তায় টেলিকমিউনিকেশন দপ্তর এই খবর দিয়েছে। এই মুহূর্তে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ৮৫ শতাংশ কর্মী বাড়ি থেকেই কাজ করছেন। শুধু সেই সব কর্মীরা অফিসে যাচ্ছেন, যাঁদের কাজ অফিস ছাড়া সম্ভবই নয়। আরও পড়ুন-WB Madhyamik Result 2020: লকডাউনের গেরোয় বৃহস্পতিবার, মাধ্যমিকের মার্কশিট বিতরণের দিন বদলে দিল পর্ষদ
DoT has further extended the relaxations in the Terms and Conditions for Other Service Providers (OSPs) upto 31st December 2020 to facilitate work from home in view of the on going concern due to #COVID19.
— DoT India (@DoT_India) July 21, 2020
যখন দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দিল সেই সময় মার্চ মাস নাগাদ তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে আইটি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের বিষয়ে নির্দেশিকা জারি হয়েছিল ৩০ এপ্রিল পর্যন্ত। পরে সংক্রমণ বাড়তে থাকায় ওয়ার্ক ফ্রম হোমের সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়। দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫। রাত পোহালেই তা ১২ লক্ষের কোটা পার করে যাবে। মঙ্গলবার পর্যন্ত দেশে মৃত্যুমিছিলে শামিল হয়েছেন ২৮ হাজার ৭৩২ জন। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতেই ফের আইটি ও বিপিও কর্মীদের ওয়ার্ক ফ্রমহোমের সময়সীমা বাড়ালো কেন্দ্র।