নয়াদিল্লিঃ আধারে (Aadhaar App) বড় আপডেট। এবার চালু হতে চলেছে স্মার্ট ফেস অথেনটিকেশন ফিচার। যার দরুণ আর আধার কার্ডের (Aadhaar Card) সফট এবং হার্ড কপি (Hard Copy) নিয়ে ভ্রমণের দরকার পড়বে না। এরপর থেকে মোবাইল ফোনের (Mobile) মাধ্যমে মুখ স্ক্যান (Scan) করলেই কাজ হয়ে যাবে। মুখ স্ক্যান করলেউ স্ক্রিনে ফুটে উঠবিএ আধারের বিস্তারিত নথি। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আনুষ্ঠানিকভাবে এই অ্যাপটি চালু করেন।
কীভাবে কাজ করবে এই অ্যাপ, কী সুবিধা পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে সে সব দিকও ব্যাখ্যা করেন কেন্দ্রীয় মন্ত্রী। এক্স হ্যান্ডেলেও বিস্তারিত ভিডিয়ো শেয়ার করা হয়। এই নতুন ফিচার মানুষের কাজে লাগবে বলেই মনে করছেন অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, "আর মানুষজনকে আধার কার্ডের হার্ড ও সফট কপি নিয়ে ঘুরতে হবে না। স্মার্ট ফোনের মাধ্যমে মুখ স্ক্যান করে নিলেই নম্বর যাচাই করে নেওয়া যাবে।"
কীভাবে করতে হবে এই ফেস অথেনটিকেশন?
এর জন্য প্রথমেই লাগবে একটি স্মার্ট ফোন। প্রথম কাজ হবে ফোনে নতুন আধার অ্যাপটি ইনস্টল করা। এরপর ওই অ্যাপের স্ক্যানিং ভাগে গিয়ে মুখ স্ক্যান করতে হবে। এতেই সংশ্লিষ্ট ব্যক্তির সমস্ত তথ্য স্ক্রিনে ভেসে উঠবে। আপাতত ফেস অথেনটিকেশন ফিচারটি বিটা টেস্টিং ভার্সনে মিলবে।
আর আধারের হার্ড কপি নিয়ে ঘুরুতে হবে না, মুখ স্ক্যান করলেই কাজ শেষ, জানুন কীভাবে
Union Government. introduces a new digital verification Aadhar app. Physical cards and photocopies are no longer necessary thanks to the introduction of Face ID authentication. QR code is enough for documentation, no hard copy required.#AadharApp pic.twitter.com/WzGCT3cSna
— Haryana Mail (@HaryanaMail) April 9, 2025
;