রাজ্যসভা সাংসদ হিসেবে আর এবার কেন্দ্রীয় মন্ত্রীদের লোকসভায় জিতিয়ে আনতে চাইছে বিজেপি। ২০২৪ লোকসভা নির্বাচনকে সহজভাবে না নিয়ে সব কেন্দ্রীয় মন্ত্রীদের ভোটে লড়ার কৌশল নিচ্ছে বিজেপি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কর্ণাটক থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়ে নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় সদস্য হন। এবার তামিলনাড়ুর মাদুরাইয়ের মেয়ে নির্মলাকে ২০২৪ লোকসভা নির্বাচনে কেরল থেকে দাঁড় করাতে পারে পদ্ম-শিবির।
বিজেপির কৌশল হল, কেরলের তিরুবন্ততপুরমে কংগ্রেসের তিনবারের সাংসদ শশী থারুরের বিরুদ্ধে দাঁড় করানো হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। নির্মলার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কেরলে আসন জিততে চাইছ বিজেপি। গত দুটি লোকসভায় তিরুবন্তপুরম লোকসভায় বেশ ভাল ভোট পান বিজেপি প্রার্থীরা।
অনেক চেষ্টা করেও কেরলে সামান্য দাগও কাটতে পারেনি বিজেপি। লোকসভায় আসন জেতা দূরে থাক, কেরল বিধানসভাতে খাতা খুলতে পারেনি বিজেপি। কেরলে পদ্মে রঙ আনতে নির্মলা তাস খেলতে চাইছে গেরুয়া শিবির। গত লোকসভায় কেরলে বিজেপি খারাপ ফল করলেও তিরুবন্ততপুরমে ৩ লক্ষ ১৬ হাজার ভোট পেয়ে দ্বিতীয় হন পদ্মফুল চিহ্নে দাঁড়ানো প্রার্থী। ২০১৯ লোকসভায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে শশী জিতেছিলেন এক লক্ষ ভোটে, আর ২০১৪ লোকসভায় তিনি বিজেপির বিরুদ্ধে জিতেছিলেন ১৫ হাজার ভোটের ব্যবধানে।
দেখুন টুইট
#BJP's top leadership dropping enough hints that its leaders in #RajyaSabha should get ready to contest #LokSabha polls next year, a battle royale could be in the offing amid speculations that Union Finance Minister #NirmalaSitharaman may be fielded from the #Thiruvanthapuram… pic.twitter.com/zPGgmSPlm0
— IANS (@ians_india) June 27, 2023
নির্মলার মত কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ওডিশার কোনও কেন্দ্র থেকে দাঁড় রানোর পরিকল্পনা নিয়েছে পদ্ম শিবির। ওডিশাতেই দেশের ইতিহাসে সবচেয়ে বড় রেল দুর্ঘটনায় কাঠগড়ায় ওঠেন অশ্বিনী বৈষ্ণব।