নয়াদিল্লি, ২৫ জুলাইঃ সিনেমা, সিরিজের নামে পর্নোগ্রাফি, আপত্তিকর কনটেন্ট দেখানোর অভিযোগ উঠেছে বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে। এই সমস্ত কন্টেন্টের প্রচার রোধে এবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (MIB) তরফে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের (ISP) একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সেখানে একাধিক অ্যাপ এবং ওয়েবসাইটকে চিহ্নিত করা হয়েছে যাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি কনটেন্ট সহ আপত্তিকর বিজ্ঞাপন দেখানোর অভিযোগ উঠেছে। আইএসপিকে (ISP) ওই সমস্ত অ্যাপ এবং ওয়েবসাইটে জনসাধারণের প্রবেশাধিকার বন্ধ করার নির্দেশ দিয়েছে ভারত সরকার।
উল্লু, অল্ট বালাজি নিষিদ্ধ ভারতে
বিজ্ঞপ্তিতে সরকার জোর দিয়ে বলেছে যে, তথ্য প্রযুক্তি আইন, ২০০০ এবং তথ্য প্রযুক্তি (মধ্যস্থতাকারী নির্দেশিকা এবং ডিজিটাল মিডিয়া নীতিশাস্ত্র কোড) বিধি, ২০২১ এর অধীনে মধ্যস্থতাকারীদের বেআইনি তথ্যের অ্যাক্সেস অপসারণ বা বন্ধ করার দায়িত্ব রয়েছে। ভারতে অশ্লীল কনটেন্ট রুখতে এই পদক্ষেপ নিয়েছে সরকার।
Storyboard18-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোট ২৫টি লিঙ্ক চিহ্নিত করেছে সরকার। যেগুলিতে আপত্তিকর এবং অশ্লীল বিজ্ঞাপন (Pornographic Content) প্রচার করা হচ্ছিল। সেই অ্যাপগুলোর উপরেই নিষেধাজ্ঞা চাপাল সরকার।
কোন কোন অ্যাপ নিষিদ্ধ হলঃ
ALTT Balaji, ULLU, Big Shots অ্যাপ, Desiflix, Boomex, Navarasa Lite, Gulab অ্যাপ, Kangan অ্যাপ, Bull অ্যাপ, Jalva অ্যাপ, Wow Entertainment, Look Entertainment, Hitprime, Feneo, ShowX, Sol Talkies, Adda TV, HotX VIP, Hulchul অ্যাপ, MoodX, NeonX VIP, Fugi, Mojflix এবং Triflicks।