অশান্ত ইংল্যান্ডের পরিস্থিতি পর্যালোচনা করে সে দেশে ভ্রমণের ক্ষেত্রে ভারতবাসীদের সতর্ক করল লন্ডনের ভারতীয় হাইকমিশন (High Commission of India in London)। মঙ্গলবার একটি বিবৃতি জারি করে ভারত থেকে ইংল্যান্ডে ভ্রমণে আসা পর্যটকদের সতর্ক থাকার এবং যথাযথ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে লন্ডনে ভারতীয় দূতাবাস।
গত সোমবার উত্তর-পশ্চিম ইংল্যান্ডের সাউথপোর্ট শহরে একটি শিশুর উপর ছুরির হামলা চালানোর ঘটনা নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে অশান্তির আগুন ছড়ায় দেশের বিভিন্ন প্রান্তে। সরকারি দফতর, হোটেল, রেস্তোরাঁয় লুটপাট এবং ভাঙচুর চালানো হয় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় অভিবাসনবিরোধী প্রতিবাদকারীরা। দেশ জুড়ে অরাজকতার পরিস্থিতি রোধ করতে পুলিশকে কড়া বার্তা দিয়েছে কিয়ের স্টার্মার সরকার। সংঘর্ষে আক্রান্ত হন একাধিক পুলিশ কর্মী। আহত হন সংবাদকর্মীরাও। এমতাবস্থায় ইংল্যান্ডে ভারতীয় ভ্রমকারীদের সতর্ক থাকাতে বলা হচ্ছে। পাশাপাশি ব্রিটেনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছে লন্ডনে ভারতীয় হাইকমিশন।
বিবৃতি...
Indian travellers would be aware of recent disturbances in some parts of the United Kingdom. The High Commission of India in London is closely monitoring the situation. Visitors from India are advised to stay vigilant and exercise due caution while travelling in the UK. It is… pic.twitter.com/0t1f35qU3G
— ANI (@ANI) August 6, 2024
বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের এমন বিশৃঙ্খলাময় পরিস্থিতিতে স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলির দ্বারা জারি করা স্থানীয় সংবাদ এবং পরামর্শগুলি অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি যে সমস্ত এলাকাগুলোয় বিক্ষোভ চলছে তা এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে লন্ডনের ভারতীয় হাইকমিশন (High Commission of India in London)।