CM Uddhav Thackeray with Maharashtra Cabinet Ministers (Photo Credits: Twitter)

মুম্বই, ২২ জুন: দলের ৩২ জন বিধায়ক বিদ্রোহ ঘোষণা করে বিজেপি শাসিত অসমের গুয়াহাটির হোটেলে বসে আছেন। একনাথ শিন্ডের পরিকল্পিত বিদ্রোহে মহারাষ্ট্রে মহাজোট সরকার পতনের মুখে। সন্ধ্যার দিকে গুয়াহাটিতে চাটার্ড ফ্লাইটে উড়ে যান আরও তিন বিদ্রোহী বিধায়ক। ফলে সিংহাসন বাঁচানো কঠিন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের। এমন সময় শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত সাফ জানালেন, উদ্ভব ঠাকরেই মুখ্যমন্ত্রী থাকছেন। প্রয়োজনে তারা বিধানসভায় আস্থা ভোটে জিতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন।

শিবসেনার এখন মাত্র ২৪ জন বিধায়ক উদ্ভবের সঙ্গে আছেন, আর ৩২জন আছেন একনাথ শিন্ডের কাছে। কংগ্রেস, এনসিপি-র কোনও বিধায়ককে এখন ও পর্যন্ত ভাঙাতে পারেনি বিজেপি। আরও পড়ুন: জগন মোহনের পর নবীন পট্টনায়েকের সমর্থন পেয়ে নিশ্চিত জয়ের পথে দ্রৌপদী মুর্মু

দেখুন ভিডিও

রাজনৈতিক অস্থিরতার মধ্যে দলের বিদ্রোহী বিধায়কদের বড় বার্তা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Maharashtra CM Uddhav Thackeray)। আজ বিকেলে ফেসবুক লাইভে আসেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, "অসন্তুষ্ট বিধায়কদের মধ্যে একজনও যদি বলেন যে তিনি আমাকে মুখ্যমন্ত্রী হিসাবে চান না, তবে মুখ্যমন্ত্রীর পদ (CM Post) ছাড়ব এবং সরকারি বাসভবন ছাড়ব।"

উদ্ধব ঠাকরের বক্তব্য:

মুখ্যমন্ত্রী হিসেবে আর থাকতে রাজি নয়: উদ্ধব ঠাকরে। আমি যদি পদত্যাগ করি তাহলে শিবসেনার থেকে অন্য একজন মুখ্যমন্ত্রী হলে খুশি হব: উদ্ধব ঠাকরে

মুখ্যমন্ত্রীর পদ আসবে আর যাবে। কিন্তু আসল সম্পদ হল জনগণের ভালবাসা। গত ২ বছরে, আমি ভাগ্যবান ছিলাম যে মানুষের কাছ থেকে প্রচুর স্নেহ পেয়েছি: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আপনারা (বিধায়করা) যদি বলেন, আমি মুখ্যমন্ত্রী পদ ছাড়তে প্রস্তুত। এটা সংখ্যার বিষয় নয়, আমার বিপক্ষে কতজন। একজন ব্যক্তি বা বিধায়কও আমার বিরুদ্ধে গেলে আমি চলে যাব। এমনকি একজন বিধায়কও আমার বিরুদ্ধে থাকলে এটা আমার জন্য খুবই লজ্জাজনক: উদ্ধব ঠাকরে