Udaipur Killing: 'পুলিশ ঠিক সময় পদক্ষেপ করলে বাবাকে হারাতে হত না' আক্ষেপ নিহত দর্জির ছেলেদের
Udaipur Killing (Photo Credit: File Photo)

জয়পুর, ২৯ জুন:  পুলিশ (Police) সময় মতো পদক্ষেপ করলে, জীবিত থাকতেন তাঁদের বাবা।এমনই দাবি করলেন কানাইয়ালালের দুই ছেলে যশ এবং তরুণ। কানাইয়ালালের ছেলেরা জানান, তাঁদের বাবা ভুলবশত  সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোষ্ট শেয়ার করে ফেলেন। যার জন্য তাঁকে গ্রেফতার করা হয়। পরে তিনি ছাড়া পেয়ে পুলিশের কাছে ভুল স্বীকার করেন। ওই ঘটনার পরও তাঁদের বাবা নিয়মিত হুমকি পেতেন। যা পুলিশকে বার বার জানানো সত্ত্বেও, কোনও পদক্ষেপ করা হয়নি। পুলিশ সময় মতো পদক্ষেপ করলে, তাঁদের বাবা জীবিত থাকতেন বলে মন্তব্য করেন কানাইয়ালালের দুই ছেলে।

ইন্ডিয়া টুডে-র সাক্ষাৎকারে কানাইয়ালালের দুই ছেলে জানান, হুমকি পাওয়ার পর ৫-৬ দিন ধরে তাঁদের বাবা দোকান বন্ধ করে রেখেছিলেন। খুনের ২ দিনর আগে কানাইলাল দোকান খুলেছিলেন বলেও জানান মৃতের ছেলেরা।

আরও পড়ুন:  Udaipur Killing: UAPA ধারায় মামলা দায়ের, মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতেই উদয়পুরে হত্যা, জানাল NIA

কানাইয়ালালের খুনের ঘটনায় যারা জড়িত, তারা যাতে উপযুক্ত শাস্তি পায়, সে বিষয়ে সওয়াল করেন নিহতের দুই ছেলে।