ট্রাকের ধাক্কায় মৃত্যু (ছবিঃX@IANS)

নয়াদিল্লিঃ সেনাবাহিনীতে(Army) যোগ দেওয়ার স্বপ্ন ছিল। সেই মতোই জোরকদমে চলছিল প্রশিক্ষণ(Training)। কে জানত সেই প্রশিক্ষণ নিতে গিয়েই আর ঘরে ফেরা হবে না! মঙ্গল সকালে ট্রাকের তলায় পিষে মৃত্যু ২ যুবকের। ঘটনাটি ঘটেছে বিহারের(Bihar) রোহতাসে(Rohtas)। সকালবেলা প্রশিক্ষণে যোগ দিতে বেরিয়েছিলেন ২৩ বছরের দীপক কুমার, বছর ২৪ এর সত্যেন্দ্র কুমার এবং প্রিন্স সিং। পথে সানঝাউলির সাসারাম আরা মেইন রোডের কাছে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় দীপক এবং সত্যেন্দ্রর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় প্রিন্সকে। প্রত্যক্ষদর্শীদের মতে, পিছন থেকে একটি ট্রাক এসে তাঁদের পিষে দেয়। ছিটকে রাস্তার একধারে গিয়ে পড়েন প্রিন্স। বাকি দু'জনের শরীরের উপর দিয়ে চলে যায় মালবোঝাই ট্রাক। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। পাশাপাশি রাগে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। এই ঘটনার পর মৃতদেহ আগলে রাস্তায় অবরোধ দেখাচ্ছেন তাঁরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ট্রাকের তলায় চাপা পড়ে গেল সব 'স্বপ্ন', মৃত্যু ২ তরুণের