মহারাষ্ট্রে আরও দুটি বন্দে ভারত ছুটতে চলেছে। শুক্রবার দুপুরে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাস থেকে দুটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুটি বন্দে ভারত এক্সপ্রেস হল- ১) মুম্বই-সোলাপুর রুট, ২) মুম্বই-শিরডি। এই দুটি রুটি বন্দে ভারত এক্সপ্রেস চালু করে মহারাষ্ট্রের বিভিন্ন জনপ্রিয় তীর্থক্ষেত্রে ভক্তদের যাতায়াতের সুবিধা করা, এবং মুম্বইয়ের সঙ্গে মহারাষ্ট্রের বিভিন্ন ব্যবসায়িক স্থানের রেল সংযোগ আরও মসৃণ করা।
প্রধানমন্ত্রীর সঙ্গে এই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণুব সহ রেলের শীর্ষ কর্তারা। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা মুম্বই জুড়ে। ড্রোন ওড়ানো বন্ধ দু দিন আগে থেকে। কাজের দিন বন্ধ বিভিন্ন রাস্তা। আরও পড়ুন-পাকিস্তানের পাম্পে মিলছে না পেট্রল, বিপর্যস্ত জনজীবন
মুম্বই-শিরডি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলবে মঙ্গলবার বাদে সপ্তাহে প্রতিদিন। অন্যদিকে, মুম্বই-সোলাপুর রুটে চলবে সপ্তাহে প্রতিদিন, বৃহস্পতিবার ছাড়া। দাদারস কল্যাণ, পুণে, করদুওয়াদি স্টেশনে থেমে মুম্বই-সোলাপুর বন্দে ভারত সাড়ে ৬ ঘণ্টায় গন্তব্য যাবে। আর মুম্বই-শিরডি রুটের এক পিঠের ভাড়া চেয়ার কারে হাজার টাকা, এক্সিকিউটিভ চেয়ার কারে ২০১৫ টাকা। এই নিয়ে ভারতে মোট ১০টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে।