নয়াদিল্লিঃ এবার স্কুলের (School) মাঠে যৌন নির্যাতনের (Sexual Assault) শিকার ১৩ বছরের নাবালক। আটক দুই নাবালক অভিযুক্ত। ইতিমধ্যেই তাদের আটক করে সংশোধনাগারে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। অভিযোগ, বৃহস্পতিবার স্কুলের মাঠেই খেলছিল ওই কিশোর। সেই সময় তার উপর যৌন নির্যাতন চালায় দুই অভিযুক্ত। বাড়িতে গিয়ে গোটা ঘটনার কথা খুলে বলতে পুলিশের দ্বারস্থ হয় কিশোরের পরিবার। অন্নপূর্ণা থানায় দায়ের হয় অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই দুই অভিযুক্তকে আটক করা হয়।
স্কুলের মাঠে কিশোরকে যৌন নির্যাতন, আটক ২ স্থানীয় নাবালক
জানা গিয়েছে, অভিযুক্তরা স্থানীয় বাসিন্দা। তাদের মধ্যে একজন পেশায় মেকানিক। মাঝেমধ্যেই স্কুল প্রাংনে ঢুকে খেলত তারা। অন্যদিকে অভিযোগ দায়েরের পর ওই কিশোরকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে কোনও ব্যবস্থা না থাকায় এমওয়াই হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় ১৭ ঘণ্টা অপেক্ষার পর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়। এই ঘটনায় প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়েছে ওই কিশোরের পরিবার।
স্কুলের মধ্যেই কিশোরকে যৌন হেনস্থা, আটক দুই নাবালক
Two teens held for sexually assaulting 13-year-old boy at Indore school; POCSO case filed#IndoreAssault #POCSOAct #ChildSafety #JuvenileCrime #SchoolSecurityhttps://t.co/96xUb9L3Yg
— Benefit News 24 (@BenefitNews24) July 19, 2025