ফাইল ফটো (Photo Credit: IANS)

রাজৌরি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরের মাটি থেকে সমস্ত জঙ্গিকে নির্মূল করা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছিল প্রশাসন ও সেনার তরফে। কিন্তু, শুক্রবার সকালেই তা ভুল প্রমাণিত হল! খোদ সেনা হাসপাতালের কাছেই অজ্ঞাত পরিচয়ের জঙ্গিদের (unidentified terrorists) গুলিতে মৃত্যু (death) হল দুই ব্যক্তির।

শুক্রবার সকালে এই হামলার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রাজৌরিতে (Rajouri) অবস্থিত সেনা হাসপাতালের (Military hospital) কাছে। হামলা হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভারতীয় সেনার (Indian Army) তরফে পুলিশ, অন্যান্য সরকারি নিরাপত্তা সংস্থা ও স্থানীয় প্রশাসনের আধিকারিকদের। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছন তাঁরা। আরও পড়ুন: India-China Clash: 'রাহুলরা চিনের আতিথেয়তা গ্রহণে ব্যস্ত', তাওয়াং নিয়ে গান্ধীদের পালটা কটাক্ষ অমিত মালব্যর

এপ্রসঙ্গে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পসের (White Knight Corps) তরফ থেকে একটি টুইট করা হয়েছে। তাতে লেখা, "শুক্রবার ভোরে রাজৌরির সেনা হাসপাতালের কাছে অজ্ঞাত পরিচয়ের জঙ্গিরা আচমকা গুলি চালাতে শুরু করে। এর ফলে সেখানে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ (Police), নিরাপত্তা বাহিনী (security forces) ও স্থানীয় প্রশাসনের (civil administration) আধিকারিকরা (officials) রয়েছেন।"