
ফের দিল্লিতে ভেঙে পড়ল বাড়ি। শনিবার সন্ধ্যে ৬টা ৫ নাগাদ পাহাড়গঞ্জের (Paharganj) নবি করিম এলাকায় ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, মেরামতির কাজ চলাকালিন আচমকাই এলাকার একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দিল্লি পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা। ঘন্টাখানেক ধরে চলা উদ্ধারকাজে এখনও পর্যন্ত দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন একজন। তাঁকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। যদিও তাঁর অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে খবর। তবে এখনও উদ্ধারকাজ জারি রাখা হয়েছে।
ঘটনায় মৃত দুই ব্যক্তি
পুলিশসূত্রে খবর, বাড়ির বেসমেন্টে মেরামতির কাজ চলছিল। আর সেই কাজ করছিলেন কয়েকজন কর্মী। এই কাজ চলাকালীন বাড়ির একপাশের দেওয়াল ভেঙে পড়ে। যার ফলে ঘটে দুর্ঘটনা। বিপদ বুঝে কয়েকজন ঘটনাস্থল ছেড়ে তড়িঘড়ি বেরিয়ে আসতে পারলেও তিনজন বেরোতে পারেননি। যারফলে দুজনের মৃত্যু হয় এবং আহত হয় একজন। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
বাড়ির বাকি অংশ ভেঙে ফেলার কাজ চলছে
এদিকে উদ্ধারকাজের সময় আশেপাশের বাসিন্দারাও নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। কারণ বাড়ির কিছুটা অংশ এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে। তাই সেটি ভেঙে ফেলার কাজ শুরু করেছে পুরকর্মীরা। সেই কারণে যাতে আবার কোনও বিপদ না ঘটে সেই কারণে বাসিন্দাদের বের করে আনা হয়েছে।