রহস্যজনকভাবে দুই নাইজেরিয়ান নাগরিকের দেহ উদ্ধার হল দিল্লির ডাবরি এলাকার চানক্য প্লেসের বহুতল থেকে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলের দিকে। পুলিশ এসে বহুতলের ফার্স্ট ফ্লোরের একটি ফ্ল্যাট থেকে দুটি দেহ উদ্ধার করে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না বলেই খবর। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, নাইজেরিয়ার নাগরিক হলেও কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই দিল্লিতে বসবাস করছিলেন তাঁরা। তদন্তে প্রকাশ্যে এসেছে তাঁদের নাম হল জোসেফ ও চিবিটার্ন। দিল্লির বুরারি এলাকা থেকে গতকালই চানক্য প্লেসে এসেছিলেন অভিযুক্তরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। যদিও এটা আত্মঘাতী নাকি খুন তা এখনও স্পষ্ট নয়।
দেখুন পোস্ট
Delhi: Two Nigerian nationals were found dead in a first-floor room of a house in Chanakya Place, Dabri area. Police have sent the bodies for postmortem. The deceased have been identified as Joseph and Chibiturn, who used to live in Burari. Initial investigation reveals they had… pic.twitter.com/2OSuIKlaSf
— IANS (@ians_india) August 3, 2025