Representational image

অনন্তনাগ: ভূস্বর্গে ফের নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল দুই জঙ্গি (terrorists)। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) অনন্তনাগ (Anantnag) জেলার কোকেরনাগ (Kokernag) এলাকার তাঙ্গপাওয়া (Tangpawa) গ্রামে।

জম্মু ও কাশ্মীর পুলিশের (Jammu and Kashmir Police) পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার রাতে গোপন সূত্রে খবর আসে তাঙ্গপাওয়া গ্রামে কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে। এরপরই জম্মু ও কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর জওয়ানদের নিয়ে তৈরি একটি যৌথ দল পুরো গ্রামটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন। তাঁরা যখন জঙ্গিদের পুরো ঘিরে ফেলেছেন তখন পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তাবাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে সন্ত্রাসবাদীরা। পালটা জবাব দেন নিরাপত্তাবাহিনীর জওয়ানরা। শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। মৃত জঙ্গিরা লস্কর-ই-তৈইবার স্থানীয় সদস্য ছিল।

রাতভর সংঘর্ষ চলার পর সোমবার সকালে জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে দুটি টুইট করে জানানো হয়, তাঙ্গপাওয়া গ্রামে দুই জঙ্গিকে খতম করা হয়েছে। কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এখনও তল্লাশি চলছে।