মধ্যপ্রদেশে (Madhya Pradesh) মর্মান্তিক দুর্ঘটনা। রেল ওভারব্রিজে কাজ করতে গিয়ে বেসামাল অবস্থায় উল্টে যায় ক্রেনের একাংশ। আর তাতেই চাপা পড়ে একটি চলন্ত পিকআপ ট্রাক। আর এই দুর্ঘটনায় মৃত্যু হল ট্রাকচালক ও তাঁর সহকারীর। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে সাগর জেলার ধর এলাকায় কুটি রোডের ওপরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরাই দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

নিহতদের নাম-পরিচয় জানা গিয়েছে

জানা যাচ্ছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই ওভারব্রিজের কাজ চলছিল। এদিন সকালে আচমকাই ক্রেনটি উল্টে পড়ে। যার ফলে মালবাহী পিকআপ ট্রাকের ওপর ক্রেনের একাংশ পড়ে যায়। ঘটনাস্থলে কর্মরত কর্মীরা তড়িঘড়ি উদ্ধারকাজে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধারকাজে হাত লাগায়। পুলিশসূত্রে খবর, নিহত দুই যুবক ওই এলাকারই বাসিন্দা। ইতিমধ্যেই তাঁদের নাম জানা গিয়েছে। মৃতরা হল অভয় কুমার ও পারমার।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

ঘটনার পর আপাতত ওভারব্রিজের কাজ বন্ধ রয়েছে। দেহগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।