EC has ordered removal of Bengal DGP Rajeev Kumar. (Photo Credits: X)

কলকাতা, ১৮ মার্চ: আদর্শ আচরণবিধি চালু হওয়ার দু'দিন পর বাংলায় কঠোর ব্যবস্থা নির্বাচন কমিশনের (Election Commission of India)। রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (অন্তবর্তী) পদ থেকে রাজীব কুমার (Rajeev Kumar)-কে সরিয়ে দিল কমিশন (ECI)। গত বছর ২৭ ডিসেম্বর বাংলার ডিজিপি (DGP) পদে রাজীব কুমারকে নিয়োগ করা হয়েছিল। সাম্প্রতিককালে লোকসভা বা বিধানসভা ভোটের আগেই রাজ্যের প্রশাসনিক পদের উচ্চস্তরে থাকে আমলা-অফিসারদের সরিয়েছে নির্বাচন কমিশন।

ভোটের দিন ঘোষণার পর থেকেই নির্বাচন শান্তি ও স্বচ্ছতার সঙ্গে পরিচালনার জন্য রাজ্যের দায়িত্ব থাকে কমিশনের কাছে। বাংলায় ডিজিপি-র পাশাপাশি গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে স্বরাষ্ট্রসচিব-দের সরিয়ে দিল কমিশন।

দেখুন কমিশনের নির্দেশিকা

পাশাপাশি মিজোরাম ও হিমাচলে সাধারণ প্রশশানিক বিভাগের সচিবদেরও সরানো হল।

দেখুন খবরটি

বাংলায় শান্তি ও স্বচ্ছভাবে ভোট করতে মরিয়া নির্বাচন কমিশন সাত দফায় ভোটের ব্যবস্থা করেছে। দেশজুড়ে হতে চলা ১৯ এপ্রিল থেকে ১ জুন-প্রতি দফাতেই বাংলায় ভোট হবে। বাংলায় ভোটগ্রহণ শুরু হবে উত্তরবঙ্গের তিন জেলা থেকে। শেষ হবে কলকাতা, দুই ২৪ পরগণায় ভোট দিয়ে। বাংলায় রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতে চলেছে কমিশন।