কলকাতা, ১৮ মার্চ: আদর্শ আচরণবিধি চালু হওয়ার দু'দিন পর বাংলায় কঠোর ব্যবস্থা নির্বাচন কমিশনের (Election Commission of India)। রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (অন্তবর্তী) পদ থেকে রাজীব কুমার (Rajeev Kumar)-কে সরিয়ে দিল কমিশন (ECI)। গত বছর ২৭ ডিসেম্বর বাংলার ডিজিপি (DGP) পদে রাজীব কুমারকে নিয়োগ করা হয়েছিল। সাম্প্রতিককালে লোকসভা বা বিধানসভা ভোটের আগেই রাজ্যের প্রশাসনিক পদের উচ্চস্তরে থাকে আমলা-অফিসারদের সরিয়েছে নির্বাচন কমিশন।
ভোটের দিন ঘোষণার পর থেকেই নির্বাচন শান্তি ও স্বচ্ছতার সঙ্গে পরিচালনার জন্য রাজ্যের দায়িত্ব থাকে কমিশনের কাছে। বাংলায় ডিজিপি-র পাশাপাশি গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে স্বরাষ্ট্রসচিব-দের সরিয়ে দিল কমিশন।
দেখুন কমিশনের নির্দেশিকা
Election commission remove acting DGP (West Bengal) Rajeev Kumar.#ElectionCommission #LokasabhaElection2024 #bengal pic.twitter.com/yOLtFEtkuf
— सोनू ओझा/Sonu Ojha/সোনু ওঝা 🇮🇳 (@sdo_ojha) March 18, 2024
পাশাপাশি মিজোরাম ও হিমাচলে সাধারণ প্রশশানিক বিভাগের সচিবদেরও সরানো হল।
দেখুন খবরটি
The Election Commission of India (ECI) has issued orders for the removal of the Home Secretary in six states namely Gujarat, Uttar Pradesh, Bihar, Jharkhand, Himachal Pradesh and Uttarakhand. Additionally, the Secretary of the General Administrative Department in Mizoram and… pic.twitter.com/DxvZPPlbNz
— ANI (@ANI) March 18, 2024
বাংলায় শান্তি ও স্বচ্ছভাবে ভোট করতে মরিয়া নির্বাচন কমিশন সাত দফায় ভোটের ব্যবস্থা করেছে। দেশজুড়ে হতে চলা ১৯ এপ্রিল থেকে ১ জুন-প্রতি দফাতেই বাংলায় ভোট হবে। বাংলায় ভোটগ্রহণ শুরু হবে উত্তরবঙ্গের তিন জেলা থেকে। শেষ হবে কলকাতা, দুই ২৪ পরগণায় ভোট দিয়ে। বাংলায় রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতে চলেছে কমিশন।