Terror Attack In Srinagar: জম্মু ও কাশ্মীরের পানডাচে জঙ্গি হামলা, শহিদ ২ BSF জওয়ান
উপত্য়কায় সেনা-জঙ্গি গুলির লড়াই ( File image | (Photo Credits: IANS)

শ্রীনগর, ২০ মে: জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের BSF-র ওপর জঙ্গি হামলা (Terror attack)। শহদি ২ জওয়ান। আজ ঘটনাটি ঘটেছে শ্রীনগর (Srinagar) শহর লাগোয়া গান্দেরবালের পানডাচ এলাকায়। বাইকে করে জঙ্গিরা এসে এলোপাথারি গুলি চালায়। তাতেই ২ জওয়ান গুরুতর জখম হন। ঘটনাস্থানেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। জানা গেছে, গুলি চালিয়ে পালানোর সময় জওয়ানদের দুটি আগ্নেয়াস্ত্র নিয়ে যায় জঙ্গিরা।

গতকাল কাশ্মীরে বড়সড় সাফল্য পায় সেনা। এক হিজবুল মুজাহিদিন জঙ্গি সহ বিচ্ছিন্নতাবাদী নেতার ছেলেকে নিকেশ করেছে তারা। মঙ্গলবার সকাল থেকেই গুলির লড়াইয়ে উত্তপ্ত ছিল কাশ্মীর। যে দুজন হিজবুল জঙ্গিকে নিকেশ করা হয়েছে, তার মধ্যে একজন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতার ছেলে। আরও পড়ুন: Coronavirus In India: ভারতে করোনায় সুস্থতার হার ৩৯.৬২ শতাংশ, প্রতি লাখ জনসংখ্যায় সংক্রমণের হারও কম

 

ঘটনাটি ঘটেছে শ্রীনগরের নাওয়াকদল এলাকার কানেমাজারে। উভয়পক্ষের গুলির লড়াইয়ে জম্মু ও কাশ্মীর পুলিশের এক কনস্টেবলও শহিদ হন। এছাড়া জখম হন একজন CRPF জওয়ান ও পুলিশকর্মী সহ চারজন।