ভাইরাল বিয়ে (ছবিঃX)

নয়াদিল্লিঃ হিমাচল প্রদেশে (Himachal Pradesh) চাঞ্চল্যকর ঘটনা একই পাত্রীর গলায় মালা দুই ভাইয়ের জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিলাই গ্রামে দুই পাত্রের নাম প্রদীপ নেগি এবং কপিল নেগি। প্রদীপ সরকারি কর্মী এবং কপিল বিদেশে চাকরি করেন। সম্পর্কে দুই ভাই তাঁরা সম্প্রতি কুনহাট গ্রামের বাসিন্দা সুনীতা চৌহানকে বিয়ে করেন তাঁরা ১২ থেকে ১৬ জুলাই পর্যন্ত টানা চারদিন ধরে চলে বিয়ের অনুষ্ঠান দুই পরিবারের সম্মতিতে ধুমধাম করে দেওয়া হয় এই তিনজনের বিয়ে

হিমাচলে একই পাত্রীকে বিয়ে করল দুই ভাই

স্থানীয় সূত্রে খবর, বিয়ের জন্য কোনও পারিবারিক চাপ ছিল না তাঁদের উপর এটি তাঁদের মিলিত সিদ্ধান্ত তাঁদের এই সিদ্ধান্তে সম্মতি জানায় পরিবার উল্লেখ্য, যদিও হিমাচল প্রদেশে এই ঘটনা নতুন নয় হিমাচলে এই বিয়ের প্রথা বহুল প্রচলিত ইংরেজীতে একে বলা হয় 'Polyandri স্থানীয়ভাবে এই প্রথা ‘দ্রৌপদী প্রথা’ বা ‘জোড়িদরন’ নামে পরিচিত। গ্রিক ভাষায় এর অর্থ 'পলি' আর আনের শব্দের অর্থ 'পুরুষ' এই প্রথা অনুসারে একজন নারী একাধিক পুরুষকে বিয়ে করতে পারেন যদিও এই প্রথার কোনও আইনি স্বীকৃতি নেই

একই পাত্রীর গলায় মালা দু'ভাইয়ের, নেপথ্যে কী কারণ?