ওয়েনাড়ে ভূমিধসের (Wayanad Landslide) ঘটনায় ক্রমশই বাড়ছে মৃতের ঘটনা। এখনও অব্যাহত রয়েছে উদ্ধারকাজ। উদ্ধারকাজে হাত লাগিয়েছে ভারতীয় সেনা, এনডিআরএফ, এসডিআরএফের সদস্যরা। বুধবার রাজ্যের এই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেন, "ওয়েনাড়ে জোরকদমে উদ্ধারকাজ চলছে। এই ধরনের বিপর্যয় রাজ্যের জন্য প্রথম। একই সঙ্গে ঘটনাটি খুবই বেদনাদায়ক। মুন্ডাকায়্যাম (Mundakayam) এবং চুরালমালা (Chooralmala) এই দুটি এলাকা কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ১৪৪ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, যাঁদের মধ্যে ৭৯ জন পুরুষ এবং ৫৪ জন মহিলা। এছাড়া ১৯১ জন এখনও নিখোঁজ রয়েছে। গোটা ঘটনার জন্য মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল"।
মঙ্গলবার সকালে ওয়েনাড়ের চুরালমালা, মুন্ডাকায়্যাম, মেপ্পাডি এলাকায় ভূমিধস নেমেছিল। ভয়াবহ এই ভূমিধসে কার্যত ধুলিসাৎ হয়েছে একাধিক এলাকা। স্থানীয় হাসপাতাল সূত্রের খবর, ঘটনার পর থেকে হাসপাতালে মৃতদের দেহ ও আহতদের নিয়ে আসা হচ্ছে। কিন্তু জায়গা কম থাকায় সৃষ্টি হচ্ছে সমস্যা। যদিও বেশকয়েকজন বিপদমুক্ত হয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।
Watch: "The rescue operations in Wayanad are going on in full swing. This disaster is a first for Kerala, and it is painful to see the suffering. Two areas, Mundakayam and Chooralmala, have been practically wiped out. So far, 144 bodies have been recovered, including 79 men and… pic.twitter.com/ybNuv3DVyK
— IANS (@ians_india) July 31, 2024
অন্যদিকে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, আবহাওয়া বিভাগ আগে থেকে এই দুর্যোগের কথা জানিয়েছিল, কিন্তু তাতে সতর্ক হয়নি রাজ্য সরকার। এমনকী এই দুর্যোগ মোকাবিলার জন্য ২৩ জুলাই বিপর্যয় মোকাবিলা দলকে কেরলে পাঠানো হয়ছিল। কিন্তু তাঁদের বিশেষ গুরুত্ব না দেওয়ায় এই বিপদজ্জনক পরিস্থিতি ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও তাঁর এই দাবি নিয়ে কোনও মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।