মধ্যপ্রদেশের রাস্তায় প্রকাশ্য দিবালোকে বজরং দলের (Bajrang Dal) জেলা কর্মকর্তাকে গুলি করে হত্যা। গত সোমবার ঘটনাটি ঘটেছিল কাতনি এলাকায়। বাইকে চেপে দুই দুষ্কৃতি নীলেশ রজকের মতো যুবনেতার ওপর গুলি চালায়। আর তাতেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটির পর মৃতের পরিবার ও বজরং দলের নেতৃত্ব অভিযুক্তদের গ্রেফতারির দাবি জানিয়েছিল। এই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার গভীর রাতে পুলিশি এনকাউন্টারে আহত হয় দুই অভিযুক্ত। বর্তমানে দুজনে জবলপুরে একটি হাসপাতালে ভর্তি রয়েছে। সেখানে তাঁরা চিকিৎসায় রয়েছে।
গ্রেফতার দুই অভিযুক্ত
পুলিশসূত্রে খবর, ধৃতরা হল প্রিন্স জোসেফ ও আক্রম। দুজনে বাহোরিবন্দের কাজরওয়ারা এলাকায় গা ঢাকা দিয়েছিল দুজনে। গোপনসূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। দুজনকে আত্মসমর্পণ করার নির্দেশও দেওয়া হয়। তবে তাঁরা আত্মসমর্পণ না করে হামলা চালায় পুলিশের ওপর। পাল্টা গুলি চালায় পুলিশও। আর তাতেই দুজনের পায়ে গুলি লাগে। তারপরেই আটক করা হয় প্রিন্স জোসেভ ও আক্রমকে। গ্রেফতারের পর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
অতীতে প্রাণনাশের হুমকিও দিয়েছিল দুজনে
পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে নীলেশ রজক লাভ জিহাদের বিরুদ্ধে কাজ করছিল। মাসখানেক আগে অভিযুক্তদের মধ্যে একজনের সঙ্গে এই নিয়ে বচসাও হয়। সেই সময় নীলেশকে প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যা করার হুমকি দিয়েছিল। এরপর গত সোমবার প্রকাশ্য রাস্তাতেই নীলেশকে খুন করে অভিযুক্ত ও তাঁর সহকারী।