দিল্লি, ৫ নভেম্বর: বিশ্ব জুড়ে ছাঁটাই শুরু করেছে ট্যুইটার (Twitter)। বিশ্ব জুড়ে ট্যুইটার যে কর্মী ছাঁটাই শুরু করেছে, তার প্রভাব পড়েছে ভারতেও। শুক্রবার রাতে ট্যুইটার ইন্ডিয়ার বহু কর্মীকে এলন মাস্কের (Elon Musk) সংস্থার চাকরি থেকে ছাঁটাই করা হয়। যা নিয়ে ভারতেও শুরু হয়ে যায় তোলপাড়। ট্য়ুইটার থেকে যেভাবে ছাঁটাই শুরু করা হয়েছে, তা পুরোপুরি অনৈতিক। এবার এমনই দাবি করা হল সংস্থার মানবাধিকার কমিশনের তরফে। ট্যুইটারের মানবাধিকার কমিশনের প্রাক্তন কর্মী জানান, তাঁদের গোটা দফতরের কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। প্রসঙ্গত ট্য়ুইটারে মানবাধিকার কমিশনে যাঁরা চাকরি করতেন, গোটা বিশ্ব কোথায় মানুষের দাবিদাওয়া বঞ্ছিত হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সে বিষয়ে দেখাশোনা করা হত। এমনকী রাশিয়া- ইউক্রেন যুদ্ধের সময়ও বিভিন্নভাবে ট্য়ুইটার এই সংশ্লিষ্ট দফতর আর্তদের পাশে দাঁড়িয়েছে বলে খবর।
শ্যানন রাজ সিং নামে ট্যুইটারের মানবাধিকার কমিশনের এক আধিরারিক জানান, শুক্রবার সংশ্লিষ্ট সংস্থায় তাঁর চাকরির শেষ দিন ছিল। ট্যুইটারের মানবাধিকার কমিশনের গোটা টিমকে ছাঁটাই করা হয়েছে বলে দাবি করেন ওই আধিকারিক।
তিনি জানানন, রাষ্ট্রসংঘের নিয়ম মেনে ইথিওপিয়া, ইউক্রেন, আফগানিস্তানে যে মানুষরা রয়েছেন, তাঁদের পাশে বার বার দাঁড়ানো হয়েছে ট্যুইটারের এই দফতরের তরফে। রাষ্ট্রসংঘের নিয়ম মেনে তাঁরা যে কাজ করেছেন, তার জন্য তিনি গর্বিত বলে জানান শ্যানন রাজ সিং। তবে ট্যুইটার ভবিষ্যতে আর কীভাবে এই ধরনের কাজ করে মানুষের পাশে দাঁড়াতে পারবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় সংস্থার মানবাধিকার কমিশনের তরফে।