নয়াদিল্লিঃ ক্লাসে(Class) অন্যমনস্ক থাকায় ৯ বছরের ছাত্রীকে(Student) সপাটে চড় কষিয়েছিলেন গৃহশিক্ষকা(Tuition Teacher)। ঘটনার কয়েকদিন পর থেকেই নানান শারীরিক পরিবর্তন করে ছাত্রীর পরিবার। হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় মস্তিষ্কে আঘাত পেয়েছে ওই কিশোরী। বর্তমানে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে। গত ৫ অক্টোবর ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের নাল্লাসোপারাতে। অভিযুক্ত গৃহশিক্ষিকার নাম রত্না সিং। অভিযোগ, পড়াতে-পড়াতে ওই কিশোরীকে চড় কষান তিনি। ঘটনার কিছুদিন পর শারীরিক পরিবর্তন আসে কিশোরীর। এরপরই তাকে পর্যবেক্ষণ করে চিকিৎসকেরা জানান আঘাত লেগে কিশোরীর কানের দুলটি গালের ভিতর ঢুকে গিয়েছে এবং মস্তিষ্কে গুরুতর আঘাত লেগেছে। তাকে সঙ্গে-সঙ্গে ভর্তি করা হয় কে. জে সাম্য হাসপাতালে। সেখানেই গত এক সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত গৃহশিক্ষিকার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবার। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
ছাত্রীকে সপাটে চড় গৃহশিক্ষিকার, মাথায় আঘাত নিয়ে ভেন্টিলেশনে পড়ুয়া
Tuition Teacher Slaps 9-Year-Old Girl, She Ends Up On Ventilator https://t.co/dsZ4kPsKZr pic.twitter.com/a0d77oI4ZM
— NDTV News feed (@ndtvfeed) October 23, 2024