এবার নির্যাতনের শিকার হলেন এক রূপান্তকামী। ভুয়ো পরিচয় দিয়ে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিল অভিযুক্ত। পরে নির্যাতিতর থেকে টাকা, মোবাইল সহ বেশ কয়েকটি মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায় সে। পালানোর আগে মারধর করে অভিযুক্ত। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ত্রিপুরার (Tripura) আগরতলায়। ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁর থেকে উদ্ধার হয় ছিনতাই করা একাধিক জিনিসপত্র। অভিযুক্তকে আজ আদালতে পেশ করা হয়েছে।
মারধর করে পালায় অভিযুক্ত
জানা যাচ্ছে, গত অগাস্ট মাসে রূপান্তরকামীর সঙ্গে পরিচয় হয় অভিযুক্তের। তারপরে দুজনের মধ্যে সম্পর্ক হয়। এরমাঝেই দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। আর তখনই রূপান্তরকামীকে বেধড়ক মারধর করে পালিয়ে যায় অভিযুক্ত। সেই সঙ্গে তাঁর কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও গয়না নিয়ে চম্পট দেয় সে। ঘটনার দিন রাতেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করে সে।
গ্রেফতার অভিযুক্ত
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত নিজের আসল পরিচয় গোপন রেখে সুজিত দাস হিসেবে পরিচয় দিয়েছিল। এদিন তাঁকে গ্রেফতারির পর জেরা করে পুলিশ জানতে পারে যুবকের আসল নাম খলিল মিঞা ওরফে রাকিব মিঞা। তাঁকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় হারিয়ে যাওয়া জিনিসগুলি।