নয়াদিল্লিঃ ত্রিপুরায়(Tripura ) ৬২ বছরের এক মহিলাকে গাছের সঙ্গে বেঁধে পুড়িয়ে মারার(Murder) অভিযোগ উঠল দুই ছেলের(Sons) বিরুদ্ধে। পারিবারিক বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের(Police) অনুমান। ইতিমধ্যেই অভিযুক্ত দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে চম্পকনগর থানার খামারবাড়িতে। প্রায় দেড় বছর আগে স্বামীকে হারান বৃদ্ধা। এরপর থেকে দুই ছেলের সঙ্গেই থাকতেন। আর এক ছেলে থাকেন আগরতলায়। মায়ের সঙ্গে প্রায়ই বিবাদ লেগে থাকত দুই ছেলের, এমনটাই স্থানীয় সূত্রে খবর। এ দিন বিবাদ চরমে পৌঁছলে গাছের সঙ্গে বেঁধে বৃদ্ধাকে জীবন্ত পুড়িয়ে মারে দুই ছেলে। এই প্রসঙ্গে জিরানিয়ার সাব-ডিভিশনাল পুলিশ অফিসার কৃষ্ণা কলোই বলেন, “একজন মহিলাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এই খবর পাওয়ার পর, পুলিশের একটি দল সেখানে যায়। সেখানে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় একটি পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যেই দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে।”
গাছের সঙ্গে বেঁধে গায়ে আগুন, মাকে পুড়িয়ে মারল দুই ছেলে
62-Year-Old Woman Tied To Tree, Burnt Alive By Her Sons In Tripura: Cops https://t.co/6ARuYsisN0 pic.twitter.com/mbqmaM29xT
— NDTV (@ndtv) September 29, 2024