আগরতলা, ১৪ মে: জল্পনাটা দীর্ঘদিন ছিল। ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের কাজে দলেই ক্ষোভ ছিল। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বেলাগাম, বেঁফাস বিপ্লবের বিরুদ্ধে ক্ষোভও জমা পড়ছিল একের পর এক। কিন্তু অমিত শাহ, জেপি নাড্ডারা চুপই ছিলেন। ত্রিপুরা ভোটের বছরখানেক আগে মুখ্যমন্ত্রী পদ থেকে অবশেষে সরানো হল বিপ্লব দেব-কে। গুজরাট, উত্তরাখণ্ডের মডেলে ভোটের আগে মুখ্যমন্ত্রীদের সরিয়ে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কাড়তে বিপ্লবকে সরালো বিজেপি। আজ, শনিবার দুপুরে ত্রিপুরার রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য-র কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফাপত্র দেন বিপ্লব দেব।
জোর জল্পনা, উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মাকেই বিপ্লবের উত্তরসূরি হিসেবে বেছে নিতে পারে দল। তবে একটা অংশের ধারনা, ২০২৩ বিধানসভা ভোটের কথা মাথায় দলীয় বিধায়কদের কাছে জনপ্রিয় মানিত সাহা-কে মুখ্যমন্ত্রী করতে পারে বিজেপি। মানিক সাহা বর্তমানে বিজেপি-রাজ্য সভাপতি। তবে যিষ্ণুর পক্ষে যাচ্ছে জনজাতি ভোটের ফ্যাক্টর। আগামী সপ্তাহের মধ্যেই ত্রিপুরায় নতুন মুখ্যমন্ত্রী বেছে ফেলবে বিজেপি এমনটাই খবর। বিপ্লবকে মুখ্যমন্ত্রী থেকে সরানোয় বিরোধীরা বিজেপি-কে কটাক্ষ করতে শুরু করছে। আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পরিদর্শন সেরে ফিরতেই ভাঙল বাঁধ
২০১৮ সালে সিপিএমের মানিক সরকারকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবার ত্রিপুরায় ক্ষমতায় এসেছিল বিজেপি। রাজ্যের ৬০টি আসনের মধ্যে ৩৬টি-তে ক্ষমতায় আসে বিজেপি, সেখানে সিপিএম পেয়েছিল ১৬টি। যে আসনে ২০১৩ বিধানসভায় বিজেপি মাত্র ৪৪১টি ভোট পেয়েছিল, সেই বানমিলপুর বিধানসভা থেকে জেতা বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী করেছিলেন অমিত শাহ।
দেখুন টুইট
Tripura Chief Minister Biplab Kumar Deb tenders his resignation to Governor Tripura Governor Satyadeo Narain Arya. pic.twitter.com/T64nFGgOny
— ANI (@ANI) May 14, 2022
বিপুল প্রত্যাশা নিয়ে ক্ষমতায় এসে বিপ্লব বেশিরভাগ সময়ই দলকে বিতর্কিত মন্তব্য করে অস্বস্তিতে ফেলেছেন। তবু কেন্দ্রীয় নেতৃত্ব সেভাবে গুরুত্ব দেয়নি, তবে দলের ভিতরের চাপটা আর সামলাতে পারলেন না বিপ্লব। গত বছর বিপ্লেবের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপি বিধায়ক আশিস দাস। দলের একাংশের অভিযোগ বিপ্লব কংগ্রেসী কায়দায় বিজেপি সরকারের সব সিদ্ধান্ত নিচ্ছিলেন। তবে এটাও ঠিক বিপ্লবের নেতৃত্বে ত্রিপুরায় একের পর এক ভোটে লড়ে বিরোধীরা রাজ্যে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ২০১৯ লোকসভায় রাজ্যের দুটি আশনেই অনায়াসে জেতে বিজেপি। স্থানীয় বিভিন্ন নির্বাচনে অনায়াসে ফুটেছে পদ্ম। ত্রিপুরায় নতুন বিপ্লবের শুরু। সেই ব্যাটনটা শাহ-নাড্ডারা কার হাতে দেন তা দেখার।