গুয়াহাটি, ২৩ জুন: গুয়াহাটির (Guwahati) যে হোটেলে শিবসেনার বিদ্রোহী বিধায়করা (Rebel Shiv Sena MLAs) রয়েছেন, সেই রেডিসন ব্লু হোটেলের (Radisson Blu Hotel) বাইরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের অসম ইউনিটের প্রধান রিপুন বোরা (Ripun Bora)। বিক্ষোভকারীরা অসমের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধ স্লোগান দেয়। তৃণমূল কর্মীদের অভিযোগ, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের সরকার (Uddhav Thackeray Gov In Maharashtra) ফেলে দেওয়ার জন্য মদত দিচ্ছে।
হোটেলের বাইরে কাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আচমকা তৃণমূল কর্মীরা বিক্ষোভ শুরু করাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে। বিক্ষোভরত টিএমসি নেতা ও কর্মীদের পুলিশ আটক করেছে। এক তৃণমূল কর্মী বলেন, "অসমের প্রায় ২০ লক্ষ মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহারাষ্ট্র সরকারকে ফেলতে ব্যস্ত।" আরও পড়ুন: Uttar Pradesh: লখিমপুর খেরির জঙ্গলে মানুষখেকো বাঘিনীর উৎপাত, বসল মোশন সেন্সর ক্যামেরা
দেখুন ছবি ও ভিডিও:
Assam | TMC leaders & workers protesting outside Radisson Blu Hotel in Guwahati are being detained by Police
A worker says, "Around 20 Lakh people in Assam are suffering due to the flood. But CM is busy toppling Maharashtra Govt"
Rebel Maharashtra MLAs are staying at the hotel. pic.twitter.com/Si7xf4BdJR
— ANI (@ANI) June 23, 2022
গতকালই গুজরাতের সুরাত থেকে গুয়াহাটির এই হোটেলে আসেন মহারাষ্ট্র্রের মন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার বিদ্রোহী বিধায়করা। তাঁদের সঙ্গে বেশ কয়েকজন নির্দল বিধায়কও রয়েছেন। একনাথ শিন্ডের সমর্থকরা দাবি করেছেন যে প্রায় ৪০ জন বিধায়ক হোটেলে রয়েছেন। বিজেপি বলেছে যে মহারাষ্ট্র্রে এই সমস্যার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই এবং এটি শিবসেনার অভ্যন্তরীণ সমস্যা।