মোদী পদবী নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে জেলের সাজার পাশাপাশি সাংসদ পদ খারিজ হয়েছে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর। যা নিয়ে দেশের বিরোধী দলগুলি একযোগে বিজেপির বিরুদ্ধে তোপ দাগে। এবার আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা রাহুল গান্ধী ইস্যুতে মুখ খুললেন। সাংসদ রাহুলকে রাহুলের খারিজ নিয়ে শত্রুঘ্ন কটাক্ষের সুরে প্রধানমন্ত্রী রেন্দ্র মোদীকে ধন্যবাদ দিয়ে বললেন, ওরা যা করেছে সেটা হল বিনাশ কালে বুদ্ধি নাশের সেরা উদাহরণ।"
রাহুলের সাংসদ খারিজ হওয়ায় কংগ্রেস সহ বিরোধীদের আরও ১০০টিরও লোকসভা আসনে জিততে সুবিধা করে দিয়ে গণতন্ত্রকে রক্ষা করতে সুবিধা করে দেবে বলে মন্তব্য করেন তৃণমূলের তারকা সাংসদ।
দেখুন ভিডিয়ো
#WATCH | On #RahulGandhi's disqualification, TMC MP Shatrughan Sinha says, "...I thank PM Narendra Modi. What they did is an example of 'Vinash Kale Viprit Buddhi.' But it will not only protect democracy but also help Rahul Gandhi & Opposition get an advantage of 100+ seats..." pic.twitter.com/9q7YXvfP6K
— ANI (@ANI) March 26, 2023
তৃণমূল এই ইস্য়ুতে রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে মোদী সররকাকে তোপ দেগেছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুলের পাশে দাঁড়িয়ে বিজেপিকে তোপ দেগে টুইট করেছিলেন।
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে মমতা বলেছিলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ভারতে বিজেপির প্রধান লক্ষ্যে পরিণত হয়েছেন দেশের বিরোধী নেতারা! অপরাধ করে মন্ত্রিসভায় বিনা বাধায় বসে আছেন বিজেপি নেতারা এদিকে বিরোধী নেতাদের তাদের মন্তব্যের জন্য সদস্যপদ বাতিল করা হচ্ছে। আজ, আমরা আমাদের সাংবিধানিক গণতন্ত্রের নজিরবিহীন অবনমন লক্ষ্য করলাম।"